নিউজ ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক জানিয়েছেন, নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষা করতে দেয়া হবে কিনা এই বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার সরকারি ক্রয়-সংক্রান্ত কমিটির (পারচেজ) ভার্চুয়াল মিটিংয়ে তিনি এ কথা বলেন।
চীনের কাছ থেকে করোনা ভাইরাসের টিকা কেনা ও বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ করতে দেয়া হবে কি না সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের একটি কোম্পানি করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে দাবি করেছে। তারা বাংলাদেশে সেই টিকা প্রয়োগ করার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া, আমেরিকার দুটি কোম্পানিও বাংলাদেশে তাদের উদ্ভাবিত টিকা পরীক্ষার প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, টিকা কিনতে আগাম যে টাকা দিতে হবে তার জন্য অর্থ মন্ত্রণালয় প্রস্তুত আছে।