চুয়াডাঙ্গা নানা আয়োজনে বসন্ত বরণ

0
11
?

নিউজ ডেস্ক:নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে বাঙালি জাতি।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি চুয়াডাঙ্গা জেলা সংসদ ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনে চুয়াডাঙ্গায় বসন্ত বরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল চারটায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্বরে ‘আজি দখিন-দুয়ার খোলা, দিব হৃদয়দোলায় দোলা’ শ্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা, কথামালা, সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুররায় একই স্থানে এসে শেষ হয়।
বসন্ত বরণ অনুষ্ঠানে বসন্তের গান ও নৃত্য পরিবেশন এবং স্বরচিত কবিতা পাঠের আসর জমে ওঠে। কথামালায় ছিলেন উদীচীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আনসার আলী, উদীচী-কুষ্টিয়ার ওয়াকিল মুজাহিদ। আবৃত্তিতে ছিলেন আনসার আলী, শওকত আলী, অমিতাভ মীর, ডা. কামরুজ্জামান, চিত্তরঞ্জন চিতু, ইদ্রিস মণ্ডল, এম এ মামুন, ইব্রাহিম খলিল, অশোক দত্ত, সুমন মালিক, আসাদুজ্জামান ও হাবিবি জহির। সঙ্গীত পরিবেশনে আদিল হোসেন, ইমাম হাসান, আরিফুজ্জামান, আলিম, জয়নব পুতুল, বর্ণ ও সহশিল্পীবৃন্দ। নৃত্যে অর্পিতা দাস ও নেহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলন অধিকারী ও ইদ্রিস মণ্ডল।