ফেনসিডিল, মদ, গরুসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার

0
17

চুয়াডাঙ্গা ও দামুড়হুদার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা ও দামুড়হুদার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, মদ, গরুসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার ও গত সোমবার পৃথক অভিযানে এসব উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অন্তর্গত চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ২ নম্বর গেইটের সামনে থেকে ৭টি ভারতীয় থ্রিপিস, ২৪টি ওড়না, ২৬টি নাইটড্রেস, ৫৩টি ব্রা এবং ১৫৭টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৯৫ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
একই দিন বেলা একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অন্তর্গত চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ২ নম্বর গেইটের সামনে থেকে ১টি ভারতীয় শাড়ি, ৫টি থ্রিপিস, ১০টি ওড়না, ১৩টি ওয়ানপিস, ২টি মোবাইল এবং ১ শ টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭৬ হাজার ৪২০ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
এদিকে, গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. জয়নাল আবেদীন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মাঠ থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৮৮ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


অপর দিকে, গতকাল রাত চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. জয়নাল আবেদীন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর সীমান্তে মেইন পিলার ৭৯-এর নিকট থেকে ২ শ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর মাঠ থেকে ৩টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
একই দিন সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার হামিদুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
অন্যদিকে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা হল্ট রেলস্টেশন নামক স্থান থেকে ৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।