নিউজ ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নাল আবেদনী ভূইয়ার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রিয়াদের আল মারজান কফি হাউজ হলরুমে প্রবাসী নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যেগে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) সভাপতি মোহাম্মদ আবুল বশির।অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনামুল হক, আলমগীর হাসান, মোহাম্মদ বাচ্চু, হারুনুর রশিদসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভুইয়ার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রয়াত জয়নাল আবদীন ভুইয়া জনকল্যাণে নিবেদিত ছিলেন। তিনি নিজ দল আওয়ামী লীগ ছাড়াও সকল দলমতের লোকদের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলেন। সভায় মরুহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
























































