ডিসি বরাবর অভিযোগ পেশ : হস্তক্ষেপ কামনা

0
11

চুয়াডাঙ্গার মুসলিমপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজে অনিয়ম!
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা মুসলিমপাড়ায় রেল লাইনের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের অনিয়মের অভিযোগে জেলা প্রশাসক বরাবর অভিযোগপত্র প্রদান করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে এ অভিযোগপত্র দেওয়া হয়।অভিযোগপত্র থেকে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর শহরের মুসলিমপাড়ার রেললাইনের ধারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ চলছে। গত (৬ এপ্রিল) চলমান ওই নির্মাণ কাজের ঢালায়ের সাটারিং খোলার পর, রডের খাচা বেরিয়ে থাকতে দেখা যায়। সিডিউল অনুযায়ী ভইব্রেশন মেশিন দিয়ে চাপ প্রয়োগ করে ঢালায় জমানোর কথা। কিন্তু নির্মাণকারী কর্তৃপক্ষ তা না করে তাদের ইচ্ছামত কাজ করায়, বিভিন্ন স্থানে রডের খাচার সাথে ঢালায় লাগেনি। ফলে ওই সকল স্থান ফাঁকা হয়ে রয়েছে। তাছাড়া বাইরে থেকে রডের খাচা দেখা যাচ্ছে। এসকল অনিয়মের বিষয় নিয়ে এলাকাবাসী ওই নির্মাণকারী ঠিকাদার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে অবগত করলে, ঠিকাদার ওই ত্রুটিপূর্ণ নির্মাণ ভেঙ্গে পূনরায় ঢালায় করবে বলে জনগণকে প্রতিশ্রুতি দেন।
পরবর্তীতে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে, ভাঙ্গাস্থান গুলোতে প্লাষ্টার করে ঢেকে দেন। এছাড়াও নির্মাণাধীন বিল্ডিংয়ের ফ্লোরে ফিলিং বালি দিয়ে ভরাট করার কথা থাকলেও, সেখানে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। ফলে এ স্কুলটি মারাত্মক ঝুকির মধ্যে পড়ছে। এ বিষয়ে জেলা প্রশাসক ছাড়াও ওই ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়রসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রটিতে মুসলিমপাড়া এলাকার হাসান আলী মুকুলসহ মোট ১শ’ ব্যক্তি স্বাক্ষর করে।
অভিযোগপত্র দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট এলাকার কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, বিদ্যালয়টি রেললাইনের পাশে হওয়ায় এ স্কুলটি এমনিতে অত্যান্ত ঝুকিপূর্ণ। তার উপর নির্মাণকাজে এরকম অনিয়ম হলে সেই ঝুকির মাত্রা আরো কয়েকগুন বেড়ে যায়। ফলে এসকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।