নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশর অভিযান চালিয়ে গাঁজাসহ পুরাতন হাসাপাতালপাড়ার রশিদ (৩৫) নামে একজনকে আটক করেছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৪টার দিকে কেদারগঞ্জ বাজারস্থ মহিলা কলেজ রোড থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা পৌর শহরের কেদারগঞ্জ বাজারস্থ মহিলা কলেজ রোডে জনৈক তুষারের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা পুরাতনহাসপাতাল পাড়ার সেলিম এর ছেলে রশিদকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার
২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ