নিউজ ডেস্ক: আলমডাঙ্গার কেশবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত তাহাজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও একই গ্রামের মহির উদ্দীনের ছেলে কুদ্দুস আলী দীর্ঘদিন যাবত তামাকের ব্যবসা চালিয়ে আসছিলো। ইতোমধ্যে তাদের মধ্যে মতদন্দ্বের কারণে জাহাঙ্গীর তার ২ লাখ ৭৬ হাজার টাকা ফেরৎ চায় কুদ্দুসের নিকট। কুদ্দুস তার টাকা দিবে বলে বিভিন্ন ভাবে ঘোরাতে থাকে। এলাকায় স্থানীয়দের সাথে আলোচনায় বসা হলেও তার টাকা ফেরৎ দিবে বলে জানায়। তবে এবারের তামাকের ব্যবসায় লাভ হয়নি বলে বিভিন্ন ধরণের অজুহাত দেখায় কুদ্দুস। এরই প্রেক্ষিতে জাহাঙ্গীর শুক্রবার বিকালে কুদ্দুসের বাড়িতে টাকা চাইতে গেলে কুদ্দুস ও তার ছেলে জিহাদ বাড়ির ঘর থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।






















































