নিউজ ডেস্ক: দর্শনায় ভোক্তা অধিকার অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান চালিয়ে দুই হোটেল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা হল্টস্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় অভিযান চালিয়ে দুটি ব্যাবসা প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এর মধ্যে রিয়াদ হোটেল এন্ড রেষ্টুরেন্টকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করায় ৪৩ ধারায় ৭ হাজার ও মুক্তা হোটেলকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করায় ৩৮ ও ৪৩ ধারায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় অভিযান পরিচালনায় সহযোগীতা করেন, চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম।
বৃহস্পতিবার
২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ