মেহেরপুর প্রতিনিধি: নানীর চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল রুমি খাতুন নামের তিন বছর বয়সী এক শিশুর প্রাণ। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে একটি বালি বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কাই শিশুটির মৃত্যু হয়।
রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ভরাট-তেরাইল সড়কের শহিদুল ইসলাম চেয়ারম্যানের ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় রুমির ছোট বোন সুমিকে (২) কৃষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অল্পের জন্য তাদের মা ও নানি রক্ষা পেয়েছে। নিহত রুমি ভরাট গ্রামের ফয়সাল হোসেনের মেয়ে। এ ঘটনার পর থেকে ট্রলিক চালক পলাতক রয়েছে।
নিহত রুমির মা হাসিনা খাতুন আহাজারি করতে করতে বলেন, তার মাকে হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য রুমি ও সুমিকে কোলে করে (শ্যালো ইঞ্জিন চালিত) পাখি ভ্যানে করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। এসময় তেরাইল গ্রামের শহিদুল ইসলামের গরুর ফার্মের নিকট পৌছলে অবৈধ যান (শ্যালো ইঞ্জিন চালিত) বালি বোঝাই একটা ট্রলি আমাদের পাখি ভ্যানকে ধাক্কা দিলে তারা সকলেই সড়কে ছিটকে পড়ে যান। এতে তার দুই মেয়ে মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রুমিকে মৃত ঘোষনা করেন এবং ছোট মেয়ে সুমির ডান পা ভেঙ্গে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে মেহেরপুর-২( গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের রুমির পরিবারের প্রতি সমবেদনা জানান।
বুধবার
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ