লক্ষ্মীপুরে খুনের বিচারের দাবিতে বিক্ষোভ !

  • আপডেট সময় : ০৫:১৪:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • ৭৪৯ বার পড়া হয়েছে

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে আবু ছায়েদ মাঝি নামে এক ব্যক্তি খুন হওয়ার ঘটনায় সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগীর গ্রামবাসীরা এই মিছিল করে।

বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানান, স্থানীয় সুদখোর বেলাল উদ্দিনের কাছ থেকে আবু ছায়েদ মাঝি কিছু টাকা নিয়ে সম্প্রতি সকল টাকা পরিশোধ করেন। কিন্তু তার কাছে সুদের আরো টাকা পাওনা রয়েছে বলে দাবী করেন বেলাল। এ নিয়ে রবিবার সন্ধ্যায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করার জন্য আবু ছায়েদ মাঝি বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে বেলাল, সাগর, সবুজ, মন্তাজসহ কয়েকজন দলবদ্ধ হয়ে আবু ছায়েদ মাঝিকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করে। দ্রুত হত্যাকারীদের ফাঁসির দাবি জানান বিক্ষুব্ধরা।

চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জাফর আহমদ বলেন, হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার ২য় আসামী সাগরকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য: সুদের টাকা পরিশোধ করতে না পারায় গত ১৭ জুন বাড়ি থেকে ডেকে নিয়ে আবু ছায়েদ মাঝি নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল প্রেরণ করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে খুনের বিচারের দাবিতে বিক্ষোভ !

আপডেট সময় : ০৫:১৪:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে আবু ছায়েদ মাঝি নামে এক ব্যক্তি খুন হওয়ার ঘটনায় সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগীর গ্রামবাসীরা এই মিছিল করে।

বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানান, স্থানীয় সুদখোর বেলাল উদ্দিনের কাছ থেকে আবু ছায়েদ মাঝি কিছু টাকা নিয়ে সম্প্রতি সকল টাকা পরিশোধ করেন। কিন্তু তার কাছে সুদের আরো টাকা পাওনা রয়েছে বলে দাবী করেন বেলাল। এ নিয়ে রবিবার সন্ধ্যায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করার জন্য আবু ছায়েদ মাঝি বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে বেলাল, সাগর, সবুজ, মন্তাজসহ কয়েকজন দলবদ্ধ হয়ে আবু ছায়েদ মাঝিকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করে। দ্রুত হত্যাকারীদের ফাঁসির দাবি জানান বিক্ষুব্ধরা।

চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জাফর আহমদ বলেন, হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার ২য় আসামী সাগরকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য: সুদের টাকা পরিশোধ করতে না পারায় গত ১৭ জুন বাড়ি থেকে ডেকে নিয়ে আবু ছায়েদ মাঝি নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল প্রেরণ করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ।