রবিবার | ২১ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo রজব মাসের চাঁদ দেখা গেছে Logo কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন Logo মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo আগামী ২৭ ডিসেম্বর শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা Logo তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল Logo সুদানের আবেই শান্তিরক্ষা মিশনের ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন পলাশবাড়ীতে Logo ৪৭৫ কোটি টাকা ‘জলে’: খনন শেষ হতেই ভরাট সাতক্ষীরার নদী-খাল ​জলাবদ্ধতা কাটেনি, উল্টো সেচ সংকটে কৃষক ও ঘেরমালিকরা ​ Logo খুবিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি ভর্তি শুরু Logo মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারী আটক Logo ইবিতে শহীদ ওসমান হাদি ও দীপু দাশ স্মরণে শান্তি প্রার্থনা

ঈদে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম রোধে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে : আইজিপি

  • আপডেট সময় : ০২:১৬:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ঈদে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম রোধে আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে অজ্ঞান ও মলম পার্টির বেশকিছু গ্যাং পুলিশের হাতে ধরা পড়েছে। এসময় আইজিপি যাত্রীদের রাস্তাঘাটে অপরিচিত কারও সাথে সখ্যতা গড়ে তোলা বা কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ না করার অনুরোধ জানান।
তিনি আজ বুধবার দুপুরে মহাসড়কে যানজট পরিস্থিতি এবং বেশ কয়েকটি পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শনকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আইজিপি বলেন, ঈদ উপলক্ষে যারা বাড়ি যাওয়ার জন্য রাতে যাত্রা করবেন তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। এ জন্য সড়কগুলোতে পোশাকে ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।
আইজিপি বলেন, ঈদে নির্বিঘেœ যাতে মানুষ বাড়ি ফিরতে পারে সেজন্য আমরা প্রত্যেকটা হাইওয়েতে স্পেশাল এরেজমেন্ট করেছি। এছাড়া অন্য সময়ের তুলনায় আমরা অতিরিক্ত জনবল দিয়েছি এবং সমন্বিতভাবে জেলা , হাইওয়ে পুলিশ ও রেঞ্জের রিজার্ভ ফোর্স সবাই মিলেই ব্যবস্থা নিচ্ছি। পুলিশ প্রধান বলেন, যানজট ও অপ্রীতিকর ঘটনারোধে আমরা বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম স্থাপন করেছি। এর বাইরে আমাদের কিছু ওয়াচ টাওয়ার ও চেক পোস্ট রয়েছে। সব কিছু মিলিয়ে আমরা মনে করছি, যেসব ব্যবস্থাগুলো নিয়েছি মানুষ নির্বিঘেœ নিজ নিজ গন্তব্য তথা গ্রামে ফিরে যেতে পারবে।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল¬াহ আল মামুন, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) আনোয়ার হোসেন, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শফিকুল ইসলামসহ পুলিশের ঊধ্বত্মন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রজব মাসের চাঁদ দেখা গেছে

ঈদে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম রোধে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে : আইজিপি

আপডেট সময় : ০২:১৬:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮

নিউজ ডেস্ক:

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ঈদে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম রোধে আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে অজ্ঞান ও মলম পার্টির বেশকিছু গ্যাং পুলিশের হাতে ধরা পড়েছে। এসময় আইজিপি যাত্রীদের রাস্তাঘাটে অপরিচিত কারও সাথে সখ্যতা গড়ে তোলা বা কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ না করার অনুরোধ জানান।
তিনি আজ বুধবার দুপুরে মহাসড়কে যানজট পরিস্থিতি এবং বেশ কয়েকটি পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শনকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আইজিপি বলেন, ঈদ উপলক্ষে যারা বাড়ি যাওয়ার জন্য রাতে যাত্রা করবেন তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। এ জন্য সড়কগুলোতে পোশাকে ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।
আইজিপি বলেন, ঈদে নির্বিঘেœ যাতে মানুষ বাড়ি ফিরতে পারে সেজন্য আমরা প্রত্যেকটা হাইওয়েতে স্পেশাল এরেজমেন্ট করেছি। এছাড়া অন্য সময়ের তুলনায় আমরা অতিরিক্ত জনবল দিয়েছি এবং সমন্বিতভাবে জেলা , হাইওয়ে পুলিশ ও রেঞ্জের রিজার্ভ ফোর্স সবাই মিলেই ব্যবস্থা নিচ্ছি। পুলিশ প্রধান বলেন, যানজট ও অপ্রীতিকর ঘটনারোধে আমরা বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম স্থাপন করেছি। এর বাইরে আমাদের কিছু ওয়াচ টাওয়ার ও চেক পোস্ট রয়েছে। সব কিছু মিলিয়ে আমরা মনে করছি, যেসব ব্যবস্থাগুলো নিয়েছি মানুষ নির্বিঘেœ নিজ নিজ গন্তব্য তথা গ্রামে ফিরে যেতে পারবে।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল¬াহ আল মামুন, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) আনোয়ার হোসেন, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শফিকুল ইসলামসহ পুলিশের ঊধ্বত্মন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।