শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মঙ্গলের ‘স্বাস্থ্য’ পরীক্ষা করতে মহাজাগতিক পথে নাসার মহাকাশযান !

  • আপডেট সময় : ০১:০৪:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ মে ২০১৮
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মঙ্গলে রওনা দিল পৃথিবীর ডাক্তার। কান পেতে শুনবে লাল গ্রহের হৃদস্পন্দন। লালগ্রহের স্বাস্থ্য পরীক্ষা করতে মহাজাগতিক পথে পাড়ি দিল নাসার এই মহাকাশযান।

মঙ্গলের কম্পনের মাত্রা কেমন ? তার ত্বক কি কখনও প্রাণধারণের উপযুক্ত ছিল ? কীভাবে তৈরি হল মঙ্গলের পাথরের স্তর ?এসব রহস্যভেদেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ এয়ার ফোর্স বেস থেকে মঙ্গলের উদ্দেশ্যে উড়ে গেল মার্স ইনসাইট।

শনিবার, ভারতীয় সময় সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ এয়ার বেস থেকে মঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছে মার্স ইনসাইট। এর ফলে ধারণা করা হচ্ছে পৃথিবীর সঙ্গে তুলনার পর মিলবে মঙ্গলের অভ্যন্তরীণ কাঠামোতে থাকা পাথরের স্তর সংক্রান্ত তথ্যও।

ইনসাইট মিশনের প্রধান গবেষক ড, ব্রুস বেনার্ডট বলেন,  “যখন সিসমিক তরঙ্গ মঙ্গলের চারপাশে প্রবাহিত হবে, তখন (যন্ত্রটি) বিভিন্ন স্তরের পাথরের মধ্য দিয়ে প্রবাহিত তরঙ্গগুলোর তথ্য জোগাড় করতে পারবে। সিসমোগ্রাফে এ সংক্রান্ত তথ্য পাওয়ার পরই বিজ্ঞানীরা সেখানকার পাথরের গঠন জানতে পারবেন। বিভিন্ন মার্সকোয়াক থেকে যখন আমরা নানান তথ্য পাবো, সব মিলিয়ে আমরা মঙ্গলের অভ্যন্তরের ত্রিমাত্রিক চিত্রটি নির্মাণ করবে পারবো,”

ক্যালিফোর্নিয়ার ভেন্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে অ্যাটলাস রকেটের সাহায্যে ইনসাইডের এ ‘ল্যান্ডারটি’ পাঠানো হয়েছে । গত শতকের ৭০ এর দশকেও নাসা বেশ কয়েকটি ভাইকিং ল্যান্ডারে মঙ্গলে সিসমোমিটার পাঠিয়েছিল। যদিও গঠনের কারণে সেগুলো তেমন সফলতা এনে দিতে পারেনি।

ইনসাইটের এবারের ল্যান্ডারটি তিন মাত্রার নিচের ভূমিকম্পও সনাক্ত করবে, সে বিষয়ে তথ্য পাঠাতে পারবে । এই যন্ত্র বছরে ঠিক কতগুলো কম্পন সনাক্ত করতে পারবে, তা জানাতে না পারলেও বিজ্ঞানীরা বলছেন, তাদের আশা ল্যান্ডারটি থেকে অন্তত কয়েক ডজন ভূমিকম্পের তথ্য পাওয়া যাবে।

মৃদু ভূমিকম্পগুলোর তথ্য থেকেও যে পর্যাপ্ত তথ্য পাওয়া যাবে তা দিয়ে মঙ্গলের গঠন এবং এর গভীরতা নির্ণয় করা যাবে বলেও ধারণা তাদের। উৎক্ষেপণের কাজ নাসা করলেও, আসলে তিলে তিলে তিলোত্তমা করে তোলা হয়েছে তাকে। তার সঙ্গে রয়েছে ইওরোপীয় স্পেস এজেন্সির তৈরি করা একাধিক সূক্ষাতিসূক্ষ যন্ত্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

মঙ্গলের ‘স্বাস্থ্য’ পরীক্ষা করতে মহাজাগতিক পথে নাসার মহাকাশযান !

আপডেট সময় : ০১:০৪:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ মে ২০১৮

নিউজ ডেস্ক:

মঙ্গলে রওনা দিল পৃথিবীর ডাক্তার। কান পেতে শুনবে লাল গ্রহের হৃদস্পন্দন। লালগ্রহের স্বাস্থ্য পরীক্ষা করতে মহাজাগতিক পথে পাড়ি দিল নাসার এই মহাকাশযান।

মঙ্গলের কম্পনের মাত্রা কেমন ? তার ত্বক কি কখনও প্রাণধারণের উপযুক্ত ছিল ? কীভাবে তৈরি হল মঙ্গলের পাথরের স্তর ?এসব রহস্যভেদেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ এয়ার ফোর্স বেস থেকে মঙ্গলের উদ্দেশ্যে উড়ে গেল মার্স ইনসাইট।

শনিবার, ভারতীয় সময় সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ এয়ার বেস থেকে মঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছে মার্স ইনসাইট। এর ফলে ধারণা করা হচ্ছে পৃথিবীর সঙ্গে তুলনার পর মিলবে মঙ্গলের অভ্যন্তরীণ কাঠামোতে থাকা পাথরের স্তর সংক্রান্ত তথ্যও।

ইনসাইট মিশনের প্রধান গবেষক ড, ব্রুস বেনার্ডট বলেন,  “যখন সিসমিক তরঙ্গ মঙ্গলের চারপাশে প্রবাহিত হবে, তখন (যন্ত্রটি) বিভিন্ন স্তরের পাথরের মধ্য দিয়ে প্রবাহিত তরঙ্গগুলোর তথ্য জোগাড় করতে পারবে। সিসমোগ্রাফে এ সংক্রান্ত তথ্য পাওয়ার পরই বিজ্ঞানীরা সেখানকার পাথরের গঠন জানতে পারবেন। বিভিন্ন মার্সকোয়াক থেকে যখন আমরা নানান তথ্য পাবো, সব মিলিয়ে আমরা মঙ্গলের অভ্যন্তরের ত্রিমাত্রিক চিত্রটি নির্মাণ করবে পারবো,”

ক্যালিফোর্নিয়ার ভেন্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে অ্যাটলাস রকেটের সাহায্যে ইনসাইডের এ ‘ল্যান্ডারটি’ পাঠানো হয়েছে । গত শতকের ৭০ এর দশকেও নাসা বেশ কয়েকটি ভাইকিং ল্যান্ডারে মঙ্গলে সিসমোমিটার পাঠিয়েছিল। যদিও গঠনের কারণে সেগুলো তেমন সফলতা এনে দিতে পারেনি।

ইনসাইটের এবারের ল্যান্ডারটি তিন মাত্রার নিচের ভূমিকম্পও সনাক্ত করবে, সে বিষয়ে তথ্য পাঠাতে পারবে । এই যন্ত্র বছরে ঠিক কতগুলো কম্পন সনাক্ত করতে পারবে, তা জানাতে না পারলেও বিজ্ঞানীরা বলছেন, তাদের আশা ল্যান্ডারটি থেকে অন্তত কয়েক ডজন ভূমিকম্পের তথ্য পাওয়া যাবে।

মৃদু ভূমিকম্পগুলোর তথ্য থেকেও যে পর্যাপ্ত তথ্য পাওয়া যাবে তা দিয়ে মঙ্গলের গঠন এবং এর গভীরতা নির্ণয় করা যাবে বলেও ধারণা তাদের। উৎক্ষেপণের কাজ নাসা করলেও, আসলে তিলে তিলে তিলোত্তমা করে তোলা হয়েছে তাকে। তার সঙ্গে রয়েছে ইওরোপীয় স্পেস এজেন্সির তৈরি করা একাধিক সূক্ষাতিসূক্ষ যন্ত্র।