মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে দুই জন অসুস্থ বৃদ্ধ বাংলাদেশীকে পুণব্যাক করেছে ভারতের সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ। গতকাল শনিবার সকাল ৮ টার দিকে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের পার করা হয়। তারা হলেন, বরিশাল জেলার ইন্দরকানী উপজেলার রামচন্দ্র গ্রামের নৃত্যনন্দ মন্ডল (৬৫) ও তার স্ত্রী ইন্দুবালা মন্ডল (৫৫)। পরে মুজিবনগর ক্যাম্পের বিজিবি তাদের আটক করে।
মুজিবনগর বিজিবি ক্যাম্পের হাবিলদার শহিদুল ইসলাম জানান, গত ছয় মাস আগে ইন্দুবালা মন্ডল তার স্বামী অসুস্থ থাকায় চিকিৎসার ভারতে যায়। কিন্তু সেখানে গেলে বিএসএফ তাদের আটক করে ৬ মাস জেল হাজতে রাখার পর শনিবার সকালের দিকে তাদের পুণব্যাক করে। পরে সকালে সোনাপুর মাঝপাড়া সিমান্তে ঘুরতে গেলে ১০৬ নং পিলারের ৪০০ গজ দুরে দেখতে পেয়ে তাদের আটক করা হয়। বর্তমানে মুজিবনগর থানায় পাঠানো হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তাদের কাছে কোন পাসফোর্ট না থাকায় তাদের বিরুদ্ধে পাসফোর্ট আইনের মামলা করে জেলা কারাগারে পাঠানো হবে।
বৃহস্পতিবার
২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ