নিউজ ডেস্ক:
বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে মত বিনিময় সভা করেছে বৃহত্তর চট্রগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাত।
সোমবার শারজাহস্থ একটি হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে এবং আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিয়ে দেশের উন্নতির এই ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ আতিউর রহমান আতিক এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী এমপি। বক্তারা দেশে বিনিয়োগের প্রতি প্রবাসীদের উৎসাহ প্রদানের পাশাপাশি এর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ‘প্রবাসীদের রেমিটেন্স চার্জ ফি কমানো ও এয়ারপোর্ট টেক্স বাতিলের জন্য আমরা কাজ করে যাচ্ছি।
বৃহত্তর চট্রগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সভাপতি আরশাদ হোসেন হিরো’র সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমানের ও আবুল কাশেমের যৌথ সঞ্চালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, প্রকৌশলী মোহাম্মদ আবুজাফর চৌধুরী, অধ্যাপক এমএ ছবুর, মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, এসএম নুরুল ইসলাম প্রমুখ।