শিরোনাম :
Logo খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু Logo আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনভাবেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীত করার কোনো অধিকার নেই : আল্লামা মামুনুল হক …….. আল্লামা মামুনুল হক Logo পলাশবাড়ীতে চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ লাখ টাকাসহ গ্রেফতার মাদককারবারি Logo ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ Logo সাজিদ মৃত্যুর তদন্ত ও নিরাপদ ক্যাম্পাস দাবিতে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট সিমকী ইমাম খান গণমানুষের হৃদয়ে মানবিক নেত্রী Logo ক্ষমতা-টাকার জালে তদন্ত গায়েব, মিথ্যা গুজবে মরিয়া প্রধান শিক্ষক আফছার আলী Logo রাবি ছাত্রদল সভাপতির বক্তব্যের প্রতিবাদ রেজিস্ট্রার ও উপ-উপাচার্যের Logo চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি সেবার দরজায় এখন কাঁদা-পানি, ঝুঁকিতে রোগী-স্বজন

জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যেভাবে কাজ করেন এফবিআই গোয়েন্দারা !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫২:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। যার পূর্ব নাম ছিল ব্যুরো অব ইনভেস্টিগেশন (বিওআই)।
এর সদর দফতর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত। গোয়েন্দা কার্যক্রমের জন্যই বিশ্বজুড়ে এর খ্যাতি। কিন্তু এই সংস্থার গোয়েন্দারা কাজ করেন কিভাবে।

সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছেন সংস্থাটিরই একজন এজেন্ট। যেখানে তিনি জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে তাদের মিশে গিয়ে কাজ করার বর্ণনা দিয়েছেন। চলুন তাহলে তার মুখেই শুনি সে গল্প-

তামের এলনুরি। চার বছর আগে নিউ ইয়র্ক থেকে টরন্টোগামী ট্রেনকে ট্র্যাক থেকে ফেলে দেয়ার এক ষড়যন্ত্র নস্যাৎ করার পেছনে তিনি মূল ভূমিকা পালন করেন। তিনি তার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশ করেছেন। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তামের বলেছেন, একজন মুসলিম গোয়েন্দা হিসেবে তিনি কী কাজ করছেন, তা আমেরিকানদের জানানোর জন্যই তিনি এই বই লিখেছেন।

তিনি বলেন, ‘এসব জিহাদি এবং কট্টরপন্থীরা আসলে বিপথগামী মানুষ। এরা বাঁচে ঘৃণার ওপর। আমি একজন মুসলমান এবং আমি একজন আমেরিকান। এই পশুরা যেভাবে আমার দেশ ও আমার ধর্মের অবমাননা করছে তাতে আমি স্তম্ভিত। ’

মিশরীয় একজন অভিবাসীর ছেলে তামের এলনুরি প্রথমে নিউজার্সির পুলিশ বিভাগে যোগ দেন। মার্কিন নিরাপত্তা সংস্থায় আরবিভাষী সঙ্কটের পটভূমিতে তিনি এফবিআই-এ যোগ দেন।

নিউইয়র্ক-টরন্টো রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে যত বেশি সম্ভব প্রাণহানি ঘটানোর পরিকল্পনা করছিলেন তিউনিসিয়ার অভিবাসী শিহেব এসেঘাইয়ে।

এফবিআই তার সঙ্গে তামেরের হঠাৎ করে এক সাক্ষাতের আয়োজন করে। পরে তিনি এই বোমা হামলার ষড়যন্ত্রের অংশ বনে যান।

এফবিআই এজেন্ট হিসেব তার দায়িত্বের বর্ণনা দিতে গিয়ে তামের বলেন, ‘আমার কাজ হচ্ছে মন্দ লোকদের সাথে গলায় গলায় ভাব তৈরি করা। কিন্তু তাদের যেসব নৃশংসতার পরিকল্পনায় আমাকে যোগ দিতে হয় তার জন্য আমি ঘৃণিত বোধ করি। ’ কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয় যে একজন ধর্মপ্রাণ মুসলমান হয়ে তিনি অন্য মুসলমানের যে ক্ষতি করছেন, তাতে তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা যায় কিনা,

জবাবে তামের বলেন, ‘এরাই বিশ্বাসঘাতক, এরাই আমার ধর্মের অবমাননা করছে। একজন দেশপ্রেমী হিসেবে আমি গর্ববোধ করি। একজন আমেরিকান মুসলিম হিসেবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে পেরে আমি গর্বিত। ’

বিবিসির সঙ্গে তার সাক্ষাৎকারটির আগে এফবিআই নিশ্চিত হতে চেয়েছিল যে কোন ভাবেই তার পরিচয় যেন ফাঁস না হয়।

বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাংক গার্ডনার বলছেন, তামের এলনুরির কথার মধ্য দিয়ে ছদ্মবেশী গোয়েন্দাদের জীবনের অন্ধকার এবং বিপজ্জনক দিকটি ফুটে ওঠেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যেভাবে কাজ করেন এফবিআই গোয়েন্দারা !

আপডেট সময় : ১০:৫২:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। যার পূর্ব নাম ছিল ব্যুরো অব ইনভেস্টিগেশন (বিওআই)।
এর সদর দফতর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত। গোয়েন্দা কার্যক্রমের জন্যই বিশ্বজুড়ে এর খ্যাতি। কিন্তু এই সংস্থার গোয়েন্দারা কাজ করেন কিভাবে।

সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছেন সংস্থাটিরই একজন এজেন্ট। যেখানে তিনি জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে তাদের মিশে গিয়ে কাজ করার বর্ণনা দিয়েছেন। চলুন তাহলে তার মুখেই শুনি সে গল্প-

তামের এলনুরি। চার বছর আগে নিউ ইয়র্ক থেকে টরন্টোগামী ট্রেনকে ট্র্যাক থেকে ফেলে দেয়ার এক ষড়যন্ত্র নস্যাৎ করার পেছনে তিনি মূল ভূমিকা পালন করেন। তিনি তার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশ করেছেন। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তামের বলেছেন, একজন মুসলিম গোয়েন্দা হিসেবে তিনি কী কাজ করছেন, তা আমেরিকানদের জানানোর জন্যই তিনি এই বই লিখেছেন।

তিনি বলেন, ‘এসব জিহাদি এবং কট্টরপন্থীরা আসলে বিপথগামী মানুষ। এরা বাঁচে ঘৃণার ওপর। আমি একজন মুসলমান এবং আমি একজন আমেরিকান। এই পশুরা যেভাবে আমার দেশ ও আমার ধর্মের অবমাননা করছে তাতে আমি স্তম্ভিত। ’

মিশরীয় একজন অভিবাসীর ছেলে তামের এলনুরি প্রথমে নিউজার্সির পুলিশ বিভাগে যোগ দেন। মার্কিন নিরাপত্তা সংস্থায় আরবিভাষী সঙ্কটের পটভূমিতে তিনি এফবিআই-এ যোগ দেন।

নিউইয়র্ক-টরন্টো রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে যত বেশি সম্ভব প্রাণহানি ঘটানোর পরিকল্পনা করছিলেন তিউনিসিয়ার অভিবাসী শিহেব এসেঘাইয়ে।

এফবিআই তার সঙ্গে তামেরের হঠাৎ করে এক সাক্ষাতের আয়োজন করে। পরে তিনি এই বোমা হামলার ষড়যন্ত্রের অংশ বনে যান।

এফবিআই এজেন্ট হিসেব তার দায়িত্বের বর্ণনা দিতে গিয়ে তামের বলেন, ‘আমার কাজ হচ্ছে মন্দ লোকদের সাথে গলায় গলায় ভাব তৈরি করা। কিন্তু তাদের যেসব নৃশংসতার পরিকল্পনায় আমাকে যোগ দিতে হয় তার জন্য আমি ঘৃণিত বোধ করি। ’ কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয় যে একজন ধর্মপ্রাণ মুসলমান হয়ে তিনি অন্য মুসলমানের যে ক্ষতি করছেন, তাতে তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা যায় কিনা,

জবাবে তামের বলেন, ‘এরাই বিশ্বাসঘাতক, এরাই আমার ধর্মের অবমাননা করছে। একজন দেশপ্রেমী হিসেবে আমি গর্ববোধ করি। একজন আমেরিকান মুসলিম হিসেবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে পেরে আমি গর্বিত। ’

বিবিসির সঙ্গে তার সাক্ষাৎকারটির আগে এফবিআই নিশ্চিত হতে চেয়েছিল যে কোন ভাবেই তার পরিচয় যেন ফাঁস না হয়।

বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাংক গার্ডনার বলছেন, তামের এলনুরির কথার মধ্য দিয়ে ছদ্মবেশী গোয়েন্দাদের জীবনের অন্ধকার এবং বিপজ্জনক দিকটি ফুটে ওঠেছে।