শিরোনাম :
Logo শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ Logo বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে এআই: ডাব্লিউটিও Logo আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo ইউএনজিএ-তে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা: রোহিঙ্গা, সংস্কার ও গণতন্ত্র ইস্যু প্রাধান্য পাবে এজেন্ডায় Logo কয়রায় মিথ্যা মানববন্ধনের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে ভেঙ্গেপড়া ব্রীজ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল। Logo সিরাজগঞ্জে রেলওয়ে প্রকল্প থেকে রেলের শীট ও ভ্যান জব্দ, চুরি আতঙ্কে এলাকাবাসী Logo সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন Logo চাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা

জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যেভাবে কাজ করেন এফবিআই গোয়েন্দারা !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫২:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। যার পূর্ব নাম ছিল ব্যুরো অব ইনভেস্টিগেশন (বিওআই)।
এর সদর দফতর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত। গোয়েন্দা কার্যক্রমের জন্যই বিশ্বজুড়ে এর খ্যাতি। কিন্তু এই সংস্থার গোয়েন্দারা কাজ করেন কিভাবে।

সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছেন সংস্থাটিরই একজন এজেন্ট। যেখানে তিনি জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে তাদের মিশে গিয়ে কাজ করার বর্ণনা দিয়েছেন। চলুন তাহলে তার মুখেই শুনি সে গল্প-

তামের এলনুরি। চার বছর আগে নিউ ইয়র্ক থেকে টরন্টোগামী ট্রেনকে ট্র্যাক থেকে ফেলে দেয়ার এক ষড়যন্ত্র নস্যাৎ করার পেছনে তিনি মূল ভূমিকা পালন করেন। তিনি তার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশ করেছেন। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তামের বলেছেন, একজন মুসলিম গোয়েন্দা হিসেবে তিনি কী কাজ করছেন, তা আমেরিকানদের জানানোর জন্যই তিনি এই বই লিখেছেন।

তিনি বলেন, ‘এসব জিহাদি এবং কট্টরপন্থীরা আসলে বিপথগামী মানুষ। এরা বাঁচে ঘৃণার ওপর। আমি একজন মুসলমান এবং আমি একজন আমেরিকান। এই পশুরা যেভাবে আমার দেশ ও আমার ধর্মের অবমাননা করছে তাতে আমি স্তম্ভিত। ’

মিশরীয় একজন অভিবাসীর ছেলে তামের এলনুরি প্রথমে নিউজার্সির পুলিশ বিভাগে যোগ দেন। মার্কিন নিরাপত্তা সংস্থায় আরবিভাষী সঙ্কটের পটভূমিতে তিনি এফবিআই-এ যোগ দেন।

নিউইয়র্ক-টরন্টো রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে যত বেশি সম্ভব প্রাণহানি ঘটানোর পরিকল্পনা করছিলেন তিউনিসিয়ার অভিবাসী শিহেব এসেঘাইয়ে।

এফবিআই তার সঙ্গে তামেরের হঠাৎ করে এক সাক্ষাতের আয়োজন করে। পরে তিনি এই বোমা হামলার ষড়যন্ত্রের অংশ বনে যান।

এফবিআই এজেন্ট হিসেব তার দায়িত্বের বর্ণনা দিতে গিয়ে তামের বলেন, ‘আমার কাজ হচ্ছে মন্দ লোকদের সাথে গলায় গলায় ভাব তৈরি করা। কিন্তু তাদের যেসব নৃশংসতার পরিকল্পনায় আমাকে যোগ দিতে হয় তার জন্য আমি ঘৃণিত বোধ করি। ’ কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয় যে একজন ধর্মপ্রাণ মুসলমান হয়ে তিনি অন্য মুসলমানের যে ক্ষতি করছেন, তাতে তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা যায় কিনা,

জবাবে তামের বলেন, ‘এরাই বিশ্বাসঘাতক, এরাই আমার ধর্মের অবমাননা করছে। একজন দেশপ্রেমী হিসেবে আমি গর্ববোধ করি। একজন আমেরিকান মুসলিম হিসেবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে পেরে আমি গর্বিত। ’

বিবিসির সঙ্গে তার সাক্ষাৎকারটির আগে এফবিআই নিশ্চিত হতে চেয়েছিল যে কোন ভাবেই তার পরিচয় যেন ফাঁস না হয়।

বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাংক গার্ডনার বলছেন, তামের এলনুরির কথার মধ্য দিয়ে ছদ্মবেশী গোয়েন্দাদের জীবনের অন্ধকার এবং বিপজ্জনক দিকটি ফুটে ওঠেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ

জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যেভাবে কাজ করেন এফবিআই গোয়েন্দারা !

আপডেট সময় : ১০:৫২:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। যার পূর্ব নাম ছিল ব্যুরো অব ইনভেস্টিগেশন (বিওআই)।
এর সদর দফতর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত। গোয়েন্দা কার্যক্রমের জন্যই বিশ্বজুড়ে এর খ্যাতি। কিন্তু এই সংস্থার গোয়েন্দারা কাজ করেন কিভাবে।

সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছেন সংস্থাটিরই একজন এজেন্ট। যেখানে তিনি জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে তাদের মিশে গিয়ে কাজ করার বর্ণনা দিয়েছেন। চলুন তাহলে তার মুখেই শুনি সে গল্প-

তামের এলনুরি। চার বছর আগে নিউ ইয়র্ক থেকে টরন্টোগামী ট্রেনকে ট্র্যাক থেকে ফেলে দেয়ার এক ষড়যন্ত্র নস্যাৎ করার পেছনে তিনি মূল ভূমিকা পালন করেন। তিনি তার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশ করেছেন। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তামের বলেছেন, একজন মুসলিম গোয়েন্দা হিসেবে তিনি কী কাজ করছেন, তা আমেরিকানদের জানানোর জন্যই তিনি এই বই লিখেছেন।

তিনি বলেন, ‘এসব জিহাদি এবং কট্টরপন্থীরা আসলে বিপথগামী মানুষ। এরা বাঁচে ঘৃণার ওপর। আমি একজন মুসলমান এবং আমি একজন আমেরিকান। এই পশুরা যেভাবে আমার দেশ ও আমার ধর্মের অবমাননা করছে তাতে আমি স্তম্ভিত। ’

মিশরীয় একজন অভিবাসীর ছেলে তামের এলনুরি প্রথমে নিউজার্সির পুলিশ বিভাগে যোগ দেন। মার্কিন নিরাপত্তা সংস্থায় আরবিভাষী সঙ্কটের পটভূমিতে তিনি এফবিআই-এ যোগ দেন।

নিউইয়র্ক-টরন্টো রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে যত বেশি সম্ভব প্রাণহানি ঘটানোর পরিকল্পনা করছিলেন তিউনিসিয়ার অভিবাসী শিহেব এসেঘাইয়ে।

এফবিআই তার সঙ্গে তামেরের হঠাৎ করে এক সাক্ষাতের আয়োজন করে। পরে তিনি এই বোমা হামলার ষড়যন্ত্রের অংশ বনে যান।

এফবিআই এজেন্ট হিসেব তার দায়িত্বের বর্ণনা দিতে গিয়ে তামের বলেন, ‘আমার কাজ হচ্ছে মন্দ লোকদের সাথে গলায় গলায় ভাব তৈরি করা। কিন্তু তাদের যেসব নৃশংসতার পরিকল্পনায় আমাকে যোগ দিতে হয় তার জন্য আমি ঘৃণিত বোধ করি। ’ কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয় যে একজন ধর্মপ্রাণ মুসলমান হয়ে তিনি অন্য মুসলমানের যে ক্ষতি করছেন, তাতে তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা যায় কিনা,

জবাবে তামের বলেন, ‘এরাই বিশ্বাসঘাতক, এরাই আমার ধর্মের অবমাননা করছে। একজন দেশপ্রেমী হিসেবে আমি গর্ববোধ করি। একজন আমেরিকান মুসলিম হিসেবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে পেরে আমি গর্বিত। ’

বিবিসির সঙ্গে তার সাক্ষাৎকারটির আগে এফবিআই নিশ্চিত হতে চেয়েছিল যে কোন ভাবেই তার পরিচয় যেন ফাঁস না হয়।

বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাংক গার্ডনার বলছেন, তামের এলনুরির কথার মধ্য দিয়ে ছদ্মবেশী গোয়েন্দাদের জীবনের অন্ধকার এবং বিপজ্জনক দিকটি ফুটে ওঠেছে।