নিউজ ডেস্ক:
রাজধানীর মিরপুরে গলায় ফাঁস দিয়ে রোকসানা আক্তার পান্না (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার রাতে পান্নাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পান্নার আত্মীয়রা জানান, পান্না তার এক মেয়েকে নিয়ে মিরপুরে ভাড়া থাকত। তার স্বামী মাহাবুবুর রহমান ফ্রান্স প্রবাসী। তবে পান্নার আত্মহত্যার কারণ জানাতে পারেনি মৃত নারীর স্বজনরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।






















































