নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ হোমিওপ্যাথিক এসোসিয়েশন নান্দাইল উপজেলা শাখার উদ্দ্যোগে বুধবার (১১ই অক্টোবর) আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের মাধ্যমে নান্দাইল নতুন বাজারে হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ের কার্যক্রম শুরু হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিএইচএমএ নান্দাইল উপজেলা শাখার সভাপতি ডাঃ শামীম আহম্মদ ভূইয়া’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডাঃ বাদল চন্দ্র বর্মনের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ভুইয়া, আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ জুয়েল, হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব, শহীদ স্মৃতি আদর্শ কলেজের অব: অধ্যাপক ডাঃ বিরাজ কৃষ্ণ গোস্বামী, ময়মনসিংহ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ মাফরুহা পারভীন, ডক্টর এসোসিয়েশনের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি ডাঃ পি.কে. রাউত রঞ্জন, ডাঃ মোঃ রফিকুল ইসলাম, বিএইচএমএ’র সাংগঠনিক সম্পাদক ডাঃ এনামুল হক, যুগ্ম সাঃ সম্পাদক ডাঃ উজ্জল মল্লিক, ডাঃ হোসাইন, ডাঃ খলিল আহম্মেদ, ডীপলেড ফিল্ড ম্যানেজার মোঃ আকবর মৃদা, ডাঃ আমিনুল হক ভুইয়া প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিএইচএমএ’র সদস্য বৃন্দ ও নান্দাইল উপজেলায় হোমিও চিকিৎসকগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া ফিতা কেটে উদ্বোধনের পর বিনামূল্যে দাতব্য চিকিৎসা সেবা শুরু হয়। উল্লেখ্য ইউপি চেয়াম্যান মোঃ এমদাদুল হক ভূইয়া হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় পরিচালনা করার জন্য প্রতিবছর ২০ হাজার টাকা এককালীন অনুদান করবেন বলে ঘোষণা দেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন ডাঃ বিশ্বজিৎ রায়।
শনিবার
১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ