জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ সংবিধানের ষোড়স সংশোধনীর রায়ে মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক প্রদত্ত জাতির জনক বঙ্গবন্ধুকে হেয় করা সহ অ-প্রাসঙ্গিক বিষয়ে এক্সপাঞ্জের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখা ও কর্মসুচির আয়োজন করে। বুধবার সকাল ১১ টার দিকে জেলা বার ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা জজ আদালত ও জেলা প্রশাসকের কার্যালয় চত্তর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, জিপি এ্যাড. সুবীর কুমার সমাদ্দার, পিপি এ্যাড. ইসমাইল হোসেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. খান আক্তারুজ্জামান, সহ-সভাপতি এ্যাড. শাহাদাতুর রহমান হাদী, হিসাব নিরীক্ষক সম্পাদক ও এপিপি এ্যাড. আব্দুল খালেক সাগর ও ধর্মীয় আপ্যায়ন সম্পাদক এ্যাড. মনিরুজ্জমান লাল প্রমুখ। এসময় বক্তারা সংবিধানের ষোড়স সংশোধনীর রায়ে মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক প্রদত্ত জাতির জনক বঙ্গবন্ধুকে হেয় করা সহ অ-প্রাসঙ্গিক বিষয়ে এক্সপাঞ্জের দাবি জানান।