নিউজ ডেস্ক:
কাজের চাপ প্রায়ই সকালের ব্রেকফাস্ট খাওয়া হয় না অনেকেরই। কিন্তু তার ফল যে কী মারাত্মক হতে পারে জানলে শিউরে উঠবেন। প্রায় আটবছর ধরে এক চীনা মহিলা সকালের নাস্তা এড়িয়ে যেতেন। শেষ পর্যন্ত ওই মহিলার মারাত্মক পেটব্যথা নিয়ে হাসপাতালে এলে ডাক্তাররা তার অস্ত্রোপচার করে প্রায় ২০০টি গলব্লাডার স্টোন বার করলেন।
৪৫ বছরের ওই মহিলার নাম মিস চেন বলে জানা গিয়েছে। তিনি নিজেই ডাক্তারদের জানিয়েছেন, প্রায় ১০ বছর ধরে তার পেটে ব্যথা হত। কিন্তু সার্জারির ভয়ে তিনি ডাক্তার দেখাননি। অবশেষে সহ্য করতে না পেরে সম্প্রতি ডাক্তারের কাছে ছুটে আসতে বাধ্য হন। হেজহুর গুয়াংজি হাসপাতালে তার স্বাস্থ্যপরীক্ষার সময়ই গলব্লাডার স্টোনের অস্তিত্ব ধরা পড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, একদিনে নয়, বরং নিত্যদিন সকালের নাস্তা এড়িয়ে যাওয়াই এর পিছনে মূল কারণ।
এখন অবশ্য ওই মহিলা সুস্থই রয়েছেন। তার বিপদ কেটে গেছে বলে জানাচ্ছেন ডাক্তাররা। তবে তারা বলছেন, যতগুলো স্টোন ওই মহিলার দেহ থেকে বার করা গেছে, তার মধ্যে কয়েকটির আকৃতি বেশ বড়। এরকম ঘটনা নতুন নয়। সম্প্রতি চিকিৎসকরা এক রোগীর দেহ থেকে প্রায় ৫০৭০টি গলব্লাডার স্টোন অপারেশন করে বের করেছেন।
ডাক্তাররা বলছেন, নিয়মিত ব্রেকফাস্ট এড়িয়ে যাওয়ায় ওই স্টোন তৈরি হয়। মিস চেন নিজেই চিকিৎসকদের জানিয়েছেন, প্রায় ৮ বছর ধরে তিনি সকালে প্রায় কিছুই খেতেন না।