শিরোনাম :
Logo জাবি ছাত্রদলের বর্ধিত কমিটি নিয়ে নানা সমালোচনা Logo দৈনিক কালের কন্ঠের সম্পাদকের সাথে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ! Logo গল্লামারী মৎস্য খামার হস্তান্তরে প্রধান উপদেষ্টার কাছে খুবি শিক্ষার্থীদের খোলা চিঠি Logo ইবিতে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি Logo খুবির আবাসন সংকট ও ক্যাম্পাস সম্প্রসারণ নিরসনে বাধা গল্লামারী মৎস্য খামার Logo রাজশাহী বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির সভাপতি নিতু, সাধারণ সম্পাদক রিদয় Logo ডাঃ আব্দুল হাই ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ: ৯৩ কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ ও নগদ সহায়তা প্রদান Logo সিরাজগঞ্জে রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ফাটল! প্রশাসনের তদন্তে অনিয়মের প্রমাণ Logo আব্দুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: জবির ফিন্যান্স ১৭তম ব্যাচের সহপাঠীদের বিবৃতি

চৌহালী রক্ষা বাঁধে আবারো ধস ॥ একশ মিটার বিলীন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৫৩:০৬ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • ৭৩৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ  অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে  যমুনা নদীর ভাঙ্গনের কবল থেকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা রক্ষায় নির্মাণাধীন বাঁধে সোমবার  আবারও প্রায় একশ শ’ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে। যমুনার প্রচন্ড ঘূর্ণাবর্তে ১০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৭ কিলোমিটার এই বাধের খগেনের ঘাট অংশে গতকাল  সোমবার দুপুরে প্রায় একশ মিটার এলাকা বিলীন হয়েছে। ১০ দিনের মাথায় এই ধস দিয়ে চলতি বছরে ৬ দফা ধসে গেল এই বাধ। নির্মানে নানা অনিয়ম ও দুর্নীতির কারনেই কাজ প্রায় শেষের দিকে যাওয়া বাধটি মুলতঃ বার বার ধসের সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। তবে দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড ত এই ধস ঠেকাতে কোন পদক্ষেপ গ্রহন করেনি। উল্লেখ্য, এপ্রিলে, ২ ও ১৬ মে, ৮ জুন, ২৩ জুন একই ভাবে এ বাধের বিভিন্ন অংশে ধসে যায়।

পানি উন্নয়ন বোর্ড সুত্র এবং এলাকাবাসী জানায়, চৌহালী উপজেলা সদরের পৌনে ৪ কিলোমিটার এবং টাঙ্গাইলের সোয়া ৩ কিলোমিটার মিলে ৭ কিলোমিটার এলাকা রক্ষায় এশিয় উন্নয়ন ব্যাংকের অর্থানুকুলে ২০১৫ সালে ১০৯ কোটি টাকার এই প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় নদীর পুর্ব পাড়ের টাঙ্গাইল সদর উপজেলার সরাতৈল থেকে দক্ষিনে নাগরপুর উপজেলার পুকুরিয়া, খগেনের ঘাট, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজানের চেকির মোড়, আজিমুদ্দি মোড়, খাসকাউলিয়া, জোতপাড়া পর্যন্ত ৭ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য কাজ শুরু হয়। যার ৯৫ ভাগ কাজ  ইতোমধ্যেই শেষ হয়েছে। তবে হঠাৎ করে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নদীর চৌহালীর খগেনের ঘাট অংশে প্রায় ১শ মিটার জুড়ে ধসে যায়। বাধ থেকে বিচ্ছন্ন হয় পাথরের বোল্ড ও জিও ব্যাগ। সাধারন ¯্রােতে আকষ্মিক এ ধসে এলাকা জুড়ে সবার মাঝে আতংক দেখা দিয়। বাঁধ নির্মাণ কাজ সম্পূর্ন হবার আগেই দফায়-দয়ায় এমন  ধস নামায় নানা ানিয়ম ও দূর্নীতির বিষয়টি এরাকাবাসীকে নাড়া দিয়েছে। কাজ নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ  করেছে এলাকাবাসী।
এদিকে বাঁধটি বার-বার ধসে চিন্তিত তদারকির দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ। তিনি জানান, বার-বার ধসে আমরাও বিব্রত। বিষয়টি প্রধান প্রকৌশলী ও মহাপরিচালককে অবহিত করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত বাঁধ পরিদর্শন করে কার্যকরি পদক্ষেপ নিবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবি ছাত্রদলের বর্ধিত কমিটি নিয়ে নানা সমালোচনা

চৌহালী রক্ষা বাঁধে আবারো ধস ॥ একশ মিটার বিলীন

আপডেট সময় : ০৬:৫৩:০৬ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ  অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে  যমুনা নদীর ভাঙ্গনের কবল থেকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা রক্ষায় নির্মাণাধীন বাঁধে সোমবার  আবারও প্রায় একশ শ’ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে। যমুনার প্রচন্ড ঘূর্ণাবর্তে ১০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৭ কিলোমিটার এই বাধের খগেনের ঘাট অংশে গতকাল  সোমবার দুপুরে প্রায় একশ মিটার এলাকা বিলীন হয়েছে। ১০ দিনের মাথায় এই ধস দিয়ে চলতি বছরে ৬ দফা ধসে গেল এই বাধ। নির্মানে নানা অনিয়ম ও দুর্নীতির কারনেই কাজ প্রায় শেষের দিকে যাওয়া বাধটি মুলতঃ বার বার ধসের সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। তবে দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড ত এই ধস ঠেকাতে কোন পদক্ষেপ গ্রহন করেনি। উল্লেখ্য, এপ্রিলে, ২ ও ১৬ মে, ৮ জুন, ২৩ জুন একই ভাবে এ বাধের বিভিন্ন অংশে ধসে যায়।

পানি উন্নয়ন বোর্ড সুত্র এবং এলাকাবাসী জানায়, চৌহালী উপজেলা সদরের পৌনে ৪ কিলোমিটার এবং টাঙ্গাইলের সোয়া ৩ কিলোমিটার মিলে ৭ কিলোমিটার এলাকা রক্ষায় এশিয় উন্নয়ন ব্যাংকের অর্থানুকুলে ২০১৫ সালে ১০৯ কোটি টাকার এই প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় নদীর পুর্ব পাড়ের টাঙ্গাইল সদর উপজেলার সরাতৈল থেকে দক্ষিনে নাগরপুর উপজেলার পুকুরিয়া, খগেনের ঘাট, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজানের চেকির মোড়, আজিমুদ্দি মোড়, খাসকাউলিয়া, জোতপাড়া পর্যন্ত ৭ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য কাজ শুরু হয়। যার ৯৫ ভাগ কাজ  ইতোমধ্যেই শেষ হয়েছে। তবে হঠাৎ করে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নদীর চৌহালীর খগেনের ঘাট অংশে প্রায় ১শ মিটার জুড়ে ধসে যায়। বাধ থেকে বিচ্ছন্ন হয় পাথরের বোল্ড ও জিও ব্যাগ। সাধারন ¯্রােতে আকষ্মিক এ ধসে এলাকা জুড়ে সবার মাঝে আতংক দেখা দিয়। বাঁধ নির্মাণ কাজ সম্পূর্ন হবার আগেই দফায়-দয়ায় এমন  ধস নামায় নানা ানিয়ম ও দূর্নীতির বিষয়টি এরাকাবাসীকে নাড়া দিয়েছে। কাজ নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ  করেছে এলাকাবাসী।
এদিকে বাঁধটি বার-বার ধসে চিন্তিত তদারকির দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ। তিনি জানান, বার-বার ধসে আমরাও বিব্রত। বিষয়টি প্রধান প্রকৌশলী ও মহাপরিচালককে অবহিত করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত বাঁধ পরিদর্শন করে কার্যকরি পদক্ষেপ নিবেন।