নিউজ ডেস্ক:
পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রবিবার সকালে ঢাকা ত্যাগ করেছে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমান ও রেমন্ড আরেং।
উল্লেখ্য, টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার ৪ টি উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। ত্রাণের অপ্রতুলতায় সরকারী সাহয্য পাচ্ছেন না দুর্গতরা। বাড়ছে জন দুর্ভোগ। হাওর জনপদের বাসিন্দাদের নাখাল অবস্থা। বন্যায় ডুবছে রাস্তা-ঘাট ঘর-বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান। এনিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে স্বল্প আয়ের মানুষ ।
জেলার হাকালুকি হাওর পারের কুলাউড়া, বড়লেখা, জুড়ি উপজেলার ১৬টি ও কাওয়াদীঘি হাওর জনপদের রাজনগর উপজেলার ৩ টি ইউনিয়নসহ মোট ১৯টি ইউনিয়নের শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।