নিউজ ডেস্ক:
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের গ্রেফতারে মধ্যরাত থেকে অভিযানে নামবে পুলিশ। সরকার ঘোষিত ই-কার্ড বা এনফোর্সমেন্ট কার্ড আবেদন করার সময়সীমা গত শুক্রবার শেষ হওয়ার পর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।
মালয়েশিয়ার অভিবাসন মন্ত্রণালয়ের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত ১৫ ফেব্রুয়ারি থেকে ই-কার্ড বা এনফোর্সমেন্ট কার্ডের জন্য আবেদন চালু করা হয়েছে। বারবার অনুরোধ করার পরও যারা সুযোগ কাজে লাগাননি, মধ্যরাতের পর আর সময়সীমা বাড়ানো হবে না। একই সঙ্গে গ্রেফতারে অভিযানে নামবে পুলিশ।
তিনি আরো জানান, ইমিগ্রেশন আইন অনুযায়ী কর্মচারী, নিয়োগকারী এবং স্টুডেন্ট ভিসায় নিয়োগকারীদের গ্রেফতার করা হবে।
এদিকে, সকাল ৮টা পর্যন্ত সর্বমোট ১ লাখ ৫৫ হাজার ৬৮০ জন শ্রমিক ই-কার্ডের জন্য আবেদন করেছেন। যার মধ্যে ১ লাখ ৪০ হাজার ৭৪৬টি কার্ড সরবরাহ করা হয়েছে।