এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ১ ছাত্রী নিখোজ হওয়ায় থানায় সাধারন ডাইরী করা হয়েছে।
সরজমিনে জানাযায়, কাহারোল উপজেলার ভেলোয়া গ্রামের সন্তোষ কুমার রায়ের কন্যা ও বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের এইচ.এস.সি ১ম বর্ষের মেধাবী ছাত্রী শ্রাবন্তী রানী রায় (১৬) এর সঙ্গে একই উপজেলার রশুলপুর ইউনিয়নের বনোড়া গ্রামের মৃত অমুল্য চন্দ্র রায়ের পুত্র ঘনশ্যাম (৩০) এর সঙ্গে বিয়ে ঠিক করে আর্শিবাদ করা হয়।
শ্রাবন্তী রানী রায় এর মা জানায়, গত ২৫ জুন বিকালে শ্রাবন্তী বাড়ীতে প্রাইভেটের কথা বল্লে বাগদত্তা ঘনশ্যাম তাকে বীরগঞ্জ পৌচায়ে দিয়ে আসে। এরপর হতে শ্রাবন্তী রানী রায়ের মোবাইল বন্দ পাওয়া যায়। তারই প্রেক্ষিতে শ্রাবন্তীর পিতা বাদী হয়ে গত ২৭ জুন বীরগঞ্জ থানায় একটি হারানো ডাইরী করে। একই দিন রাতে শ্রাবন্তী তার মাকে মোবাইল করে জানায় সে ভালো আছে। তারা যেনো তাকে নিয়ে চিন্তা না করে।
বুধবার
১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ