নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রীর সংশোধন প্রস্তাবে বাজেট নিয়ে এখন সারাদেশে আনন্দ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ জাতীয় সংসদে মন্ত্রী একথা বলেন।
এসময় তিনি বলেন, প্রস্তাবিত বাজেট নিয়ে কত কিছু হয়ে গেল সারাদেশে। বিএনপি তো প্রেসব্রিফিং করে মনে হয় ঈদের পরের দিন থেকেই সরকার পতনের আন্দোলন শুরু করে দেবে। এখন একেবারে রিভার্স (পরিস্থিতি উল্টে গেছে)।
তিনি বলেন, কিছু কিছু সংশোধন জনস্বার্থে করা হয়েছে। জনগণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কোথায় জনগণের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। পয়েন্টে পয়েন্টে সংশোধন করে দিয়েছেন। এখন সারা বাংলাদেশে বাজেট নিয়ে আনন্দ দেখা দিয়েছে।




















































