ফেরার পথেও ভোগান্তি হবে না: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৭:৪৫:১৭ অপরাহ্ণ, রবিবার, ২৫ জুন ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঈদের আনন্দ শেষে কর্মক্ষেত্রে ফেরার পথে মহাসড়কে কোনো ধরণের ভোগান্তি হবে বলে ‘নিশ্চয়তা’ দিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, সারাদেশে ঈদযাত্রায় দুর্ভোগ-ভোগান্তি অনেক কম, তারপরও রাস্তায় ধীরগতি হলেও যানজট নেই। তিনি আরো বলেন, আমাদের টিমওয়ার্কের কারণেই যানজট হয়নি। এজন্য আমি প্রধানমন্ত্রীকেও ক্রেডিট দিব। কারণ তিনি অবিরাম মনিটর করেছেন। মন্ত্রণালয়, সড়ক ও জনপথ, আইন-শৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক-শ্রমিকরা সবাই যার যার দায়িত্ব পালন করেছে।

ফিরতি ঈদ যাত্রায় মহাসড়কে ভোগান্তি হবে কিনা এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আসার সময়ও কোনো সমস্যা হবে না। এমন নিশ্চয়তা আমি সবাইকে দিচ্ছি। আসার সময়ও আমাদের লোকজন রাস্তায় থাকবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, এবার যানজট, দুর্ভোগ অন্যান্য বছরের চেয়েও কম হয়েছে। তারপরও যারা কিছুটা হলেও দুর্ভোগে পড়েছেন, যন্ত্রণা সয়েছেন; তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফেরার পথেও ভোগান্তি হবে না: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৭:৪৫:১৭ অপরাহ্ণ, রবিবার, ২৫ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

ঈদের আনন্দ শেষে কর্মক্ষেত্রে ফেরার পথে মহাসড়কে কোনো ধরণের ভোগান্তি হবে বলে ‘নিশ্চয়তা’ দিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, সারাদেশে ঈদযাত্রায় দুর্ভোগ-ভোগান্তি অনেক কম, তারপরও রাস্তায় ধীরগতি হলেও যানজট নেই। তিনি আরো বলেন, আমাদের টিমওয়ার্কের কারণেই যানজট হয়নি। এজন্য আমি প্রধানমন্ত্রীকেও ক্রেডিট দিব। কারণ তিনি অবিরাম মনিটর করেছেন। মন্ত্রণালয়, সড়ক ও জনপথ, আইন-শৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক-শ্রমিকরা সবাই যার যার দায়িত্ব পালন করেছে।

ফিরতি ঈদ যাত্রায় মহাসড়কে ভোগান্তি হবে কিনা এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আসার সময়ও কোনো সমস্যা হবে না। এমন নিশ্চয়তা আমি সবাইকে দিচ্ছি। আসার সময়ও আমাদের লোকজন রাস্তায় থাকবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, এবার যানজট, দুর্ভোগ অন্যান্য বছরের চেয়েও কম হয়েছে। তারপরও যারা কিছুটা হলেও দুর্ভোগে পড়েছেন, যন্ত্রণা সয়েছেন; তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।