নিউজ ডেস্ক:
অবৈধভাবে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জেল-জরিমানা ছাড়াই দেশে ফেরার জন্য দেশটির বাদশার দেয়ার সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ রমজান (২৪ জুন, ২০১৭)। সাধারণ ক্ষমার সময় বৃদ্ধি না করার ঘোষণা দিয়ে পাসপোর্ট অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
তবে যারা ইতমধ্যে সাধারণ ক্ষমার আওতায় পাসপোর্ট অধিদপ্তরে আত্মসমর্পণ ফাইনাল এক্সিট ভিসা সংগ্রহ করেছেন, তারা তাদের ফাইনাল এক্সিট ভিসায় উল্লেখিত তারিখের মধ্যে সৌদি আরব ছাড়তে কোন বাঁধা নেই বলে জানা গেছে।
বুধবার রাতে রিয়াদ বাংলাদেশ দুতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ২৪ জুনের পরে সাধারণ ক্ষমার আওতায় কেউ এক্সিট ভিসা পাবে না, তবে যারা ইতিমধ্যে ফাইনাল এক্সিট ভিসা পেয়েছেন তারা ওই ভিসায় উল্লেখিত তারিখের মধ্যে দেশে ফিরতে পারবেন।
এদিকে বুধবার সৌদি ইমিগ্রেশন পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগের প্রধান মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহইয়া বলেন, সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হবে না। ঈদের ছুটিতেও জাওয়াজাত (পাসপোর্ট অধিদপ্তর) কাজ করবে। অবৈধদের শাস্তি অপরাধভেদে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল এবং ২ বছর জেল হতে পারে বলেও জানান তিনি।