শিরোনাম :
Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত! Logo “শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান Logo সিরাজগঞ্জে বসতবাড়ির জমি দখলের হুমকির অভিযোগে জিডি Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ 

৪০ বছর পর বাবা-মেয়ের প্রথম সাক্ষাৎ!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫০:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জন্মের ৪০ বছর পর এক বাবার সাথে সাক্ষাৎ হয়েছে তার মেয়ের। বাবা মার সম্পর্ক ভেঙে যাওয়ার পর মায়ের সঙ্গে চলে যায় ওই মেয়ে। কিন্তু তার মা কখনো তার বাবার পরিচয় তাকে বলেননি। মায়ের কাছ থেকে সামান্য তথ্য নিয়ে হন্য হয়ে খুঁজেছেন বাবাকে। অবশেষে বাবা দিবসের এক সপ্তাহ আগে নিজের বাবাকে খুঁজে পেয়ে দারুণ খুশি মেয়ে জিল জাস্টামোন্ড।

জানা যায়, মা তার মেয়েকে বাবার সম্পর্কে শুধু এটুকুই বলেছিলেন যে, তার বাবা নিউ জার্সির ক্লিফসপার্কে থাকেন, সেখানে একটি বারে কাজ করেন আর তার নামের প্রথম অংশ আল। ১৯৭৬-৭৭ সালে তার মায়ের সঙ্গে সম্পর্ক থাকাকালে সেখানে কাজ করতেন আল।

এই এতটুকু তথ্য নিয়েই ৪০ বছর পরে বাবাকে খুঁজে বের করার মিশনে নামেন মেয়ে জিল জাস্টামোন্ড। ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করেন সেই বারটিকে। এরপর সেই বারের তৎকলীন মালিকের খোঁজ পান। তাকে পেয়ে জিল জানতে চান, আল প্রথম নামের অংশের কাউকে তিনি চিনতেন কিনা। জিলের কথা শুনে বুঝে ফেলেন আল আনুনজিয়াটার কথাই হয়তো মেয়েটি বলছে।

জিলকে তিনি জানান, তিনি তাকে চেনেন। এরপর তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন মেয়ের। মেয়ের কথা জানতে পেরে মেয়ের সঙ্গে দেখা করেন বাবা। ৪০ বছর পর প্রথম দেখা হয় বাবা-মেয়ের। দু’জনেই আবেগে কেঁদে ফেলেন। বাবা দিবসের এক সপ্তাহ আগে নিজের বাবাকে খুঁজে পেয়ে দারুণ খুশি মেয়ে জিল জাস্টামোন্ড। আর বাবা বলেন, আর কখনো হারাতে চাই না মেয়েকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান

৪০ বছর পর বাবা-মেয়ের প্রথম সাক্ষাৎ!

আপডেট সময় : ১২:৫০:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

জন্মের ৪০ বছর পর এক বাবার সাথে সাক্ষাৎ হয়েছে তার মেয়ের। বাবা মার সম্পর্ক ভেঙে যাওয়ার পর মায়ের সঙ্গে চলে যায় ওই মেয়ে। কিন্তু তার মা কখনো তার বাবার পরিচয় তাকে বলেননি। মায়ের কাছ থেকে সামান্য তথ্য নিয়ে হন্য হয়ে খুঁজেছেন বাবাকে। অবশেষে বাবা দিবসের এক সপ্তাহ আগে নিজের বাবাকে খুঁজে পেয়ে দারুণ খুশি মেয়ে জিল জাস্টামোন্ড।

জানা যায়, মা তার মেয়েকে বাবার সম্পর্কে শুধু এটুকুই বলেছিলেন যে, তার বাবা নিউ জার্সির ক্লিফসপার্কে থাকেন, সেখানে একটি বারে কাজ করেন আর তার নামের প্রথম অংশ আল। ১৯৭৬-৭৭ সালে তার মায়ের সঙ্গে সম্পর্ক থাকাকালে সেখানে কাজ করতেন আল।

এই এতটুকু তথ্য নিয়েই ৪০ বছর পরে বাবাকে খুঁজে বের করার মিশনে নামেন মেয়ে জিল জাস্টামোন্ড। ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করেন সেই বারটিকে। এরপর সেই বারের তৎকলীন মালিকের খোঁজ পান। তাকে পেয়ে জিল জানতে চান, আল প্রথম নামের অংশের কাউকে তিনি চিনতেন কিনা। জিলের কথা শুনে বুঝে ফেলেন আল আনুনজিয়াটার কথাই হয়তো মেয়েটি বলছে।

জিলকে তিনি জানান, তিনি তাকে চেনেন। এরপর তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন মেয়ের। মেয়ের কথা জানতে পেরে মেয়ের সঙ্গে দেখা করেন বাবা। ৪০ বছর পর প্রথম দেখা হয় বাবা-মেয়ের। দু’জনেই আবেগে কেঁদে ফেলেন। বাবা দিবসের এক সপ্তাহ আগে নিজের বাবাকে খুঁজে পেয়ে দারুণ খুশি মেয়ে জিল জাস্টামোন্ড। আর বাবা বলেন, আর কখনো হারাতে চাই না মেয়েকে।