শিরোনাম :
Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত! Logo “শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান Logo সিরাজগঞ্জে বসতবাড়ির জমি দখলের হুমকির অভিযোগে জিডি Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ 

সিংহ শাবকের সঙ্গে খেলা করার মাশুল গুনলেন স্বল্পবসনা মডেল (ভিডিও) !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৮:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘ডিজনি’-এর চিরকালীন ছবি ‘দ্য লায়ন কিং’-এর থিম সং ‘সার্কল অফ লাইফ’ গেয়েছিলেন কিংবদন্তি ব্রিটিশ গায়ক স্যার এলটন জন। আর সেই গানের ভিডিওতে এলটন জনকে রীতিমতো খেলা করতে দেখা গিয়েছিল এক সত্যিকারের সিংহ শাবকের সঙ্গে। সেখান থেকেই প্রেরণা পেয়েছিলেন রুশ অন্তর্বাস মডেল শ্বেতা বিলিয়ালোভা।

সম্প্রতি তিনি এমন একটি ভিডিও ক্লিপ তার ইনস্টাগ্রাম একাউন্টে আপলোড করেছেন, যা কেবল শুধুমাত্র ভাইরালই হয়নি, সেটা দেখে তাজ্জব হয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। ‘লায়ন কিং’-এর সঙ্গে মিল রেখে এই ক্লিপটির নাম শ্বেতা দিয়েছেন ‘সিম্বা’। ক্লিপের ব্যাকগ্রাউন্ডে বাজছে এলটন জনেরই সেই ‘সার্কল অফ লাইফ’।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল শ্বেতার বেডরুম হলেও পুরো আবহেই কেমন একটা আফ্রিকা আফ্রিকা ভাব। সিংহশাবককে নিয়ে সেই রকমভাবে চটকা চটকি করছিলেন শ্বেতা, যেমনটা করা হয়েছিল ছবিতে। কিন্তু সিংহছানাকে মুখের সামনে তুলে ধরতেই ঘটে গেল সেই বাজে ঘটনা। সিংহছানা শ্বেতার মুখের ওপরে প্রস্রাব করে দেয়।

কিন্তু শ্বেতা পুরো ব্যাপারটিকে স্পোর্টিংলি নিয়েছেন। তাই মজা করে পোস্ট করেছেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায়। তার পরে প্রায় ৭৫,০০০ লাইক পড়ে সেই পোস্টে। সেই সঙ্গে অনেকে এ কথাও বলতে শুরু করেন যে, পুরো ব্যাপারটাই নাকি সাজানো। ক্যামেরাম্যানই নাকি কায়দা করে পিচকিরি দিয়ে পানি ঢেলে দেয়া হয়েছে শ্বেতার মুখে। ব্যাপারটা নাকি একেবারেই পাবলিসিটি স্টান্ট।

কিন্তু এ বিষয়ে শ্বেতা মুখেকুলুপ এঁটেছেন। অনেকে একথাও বলছেন, মুখ খোলা তার পক্ষে সম্ভবই নয়, কারণ তার মুখে তো সিংহছানা প্রস্রাব করে দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান

সিংহ শাবকের সঙ্গে খেলা করার মাশুল গুনলেন স্বল্পবসনা মডেল (ভিডিও) !

আপডেট সময় : ১২:৪৮:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

‘ডিজনি’-এর চিরকালীন ছবি ‘দ্য লায়ন কিং’-এর থিম সং ‘সার্কল অফ লাইফ’ গেয়েছিলেন কিংবদন্তি ব্রিটিশ গায়ক স্যার এলটন জন। আর সেই গানের ভিডিওতে এলটন জনকে রীতিমতো খেলা করতে দেখা গিয়েছিল এক সত্যিকারের সিংহ শাবকের সঙ্গে। সেখান থেকেই প্রেরণা পেয়েছিলেন রুশ অন্তর্বাস মডেল শ্বেতা বিলিয়ালোভা।

সম্প্রতি তিনি এমন একটি ভিডিও ক্লিপ তার ইনস্টাগ্রাম একাউন্টে আপলোড করেছেন, যা কেবল শুধুমাত্র ভাইরালই হয়নি, সেটা দেখে তাজ্জব হয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। ‘লায়ন কিং’-এর সঙ্গে মিল রেখে এই ক্লিপটির নাম শ্বেতা দিয়েছেন ‘সিম্বা’। ক্লিপের ব্যাকগ্রাউন্ডে বাজছে এলটন জনেরই সেই ‘সার্কল অফ লাইফ’।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল শ্বেতার বেডরুম হলেও পুরো আবহেই কেমন একটা আফ্রিকা আফ্রিকা ভাব। সিংহশাবককে নিয়ে সেই রকমভাবে চটকা চটকি করছিলেন শ্বেতা, যেমনটা করা হয়েছিল ছবিতে। কিন্তু সিংহছানাকে মুখের সামনে তুলে ধরতেই ঘটে গেল সেই বাজে ঘটনা। সিংহছানা শ্বেতার মুখের ওপরে প্রস্রাব করে দেয়।

কিন্তু শ্বেতা পুরো ব্যাপারটিকে স্পোর্টিংলি নিয়েছেন। তাই মজা করে পোস্ট করেছেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায়। তার পরে প্রায় ৭৫,০০০ লাইক পড়ে সেই পোস্টে। সেই সঙ্গে অনেকে এ কথাও বলতে শুরু করেন যে, পুরো ব্যাপারটাই নাকি সাজানো। ক্যামেরাম্যানই নাকি কায়দা করে পিচকিরি দিয়ে পানি ঢেলে দেয়া হয়েছে শ্বেতার মুখে। ব্যাপারটা নাকি একেবারেই পাবলিসিটি স্টান্ট।

কিন্তু এ বিষয়ে শ্বেতা মুখেকুলুপ এঁটেছেন। অনেকে একথাও বলছেন, মুখ খোলা তার পক্ষে সম্ভবই নয়, কারণ তার মুখে তো সিংহছানা প্রস্রাব করে দিয়েছে।