পাহাড় ধসে হতাহতের ঘটনায় খালেদা জিয়ার শোক প্রকাশ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৮:৩৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে বিভিন্ন স্থানে পাহাড়ধসে সেনা কর্মকর্তা ও সৈনিকসহ হতাহতের ঘটনায় দেশবাসীর ন্যায় আমিও ব্যথিত ও শোকাহত।

বিএনপি চেয়ারপার্সন বলেন, এসব মানুষের অকাল মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। পবিত্র ঈদুল ফিতরের আগে প্রাকৃতিক দুর্যোগে এতগুলো মানুষের মৃত্যু তাদের পরিবারে এক গভীর বেদনাঘন পরিবেশ সৃষ্টি করেছে। নিহত ব্যক্তিদের পরিবারের শোকাচ্ছন্ন সব সদস্যের সঙ্গে আমিও সমব্যাথী।

নিহত পরিবারের সবাই যাতে অসীম ধৈর্য্য সহকারে এই শোক কাটিয়ে উঠতে পারে সেই কামনা করেন তিনি। পাশাপাশি নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান খালেদা জিয়া।

উল্লেখ্য, প্রবল বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ তিন জেলায় পাহাড় ধসে ছয় সেনা সদস্যসহ এ পর্যন্ত ৬৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে ২৩ জন, রাঙ্গামাটিতে ছয় সেনা সদস্যসহ ৩৭ জন এবং বান্দরবানের সদরে ৬ জন নিহত হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নবীনবরণ সম্পন্ন

পাহাড় ধসে হতাহতের ঘটনায় খালেদা জিয়ার শোক প্রকাশ !

আপডেট সময় : ১১:০৮:৩৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে বিভিন্ন স্থানে পাহাড়ধসে সেনা কর্মকর্তা ও সৈনিকসহ হতাহতের ঘটনায় দেশবাসীর ন্যায় আমিও ব্যথিত ও শোকাহত।

বিএনপি চেয়ারপার্সন বলেন, এসব মানুষের অকাল মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। পবিত্র ঈদুল ফিতরের আগে প্রাকৃতিক দুর্যোগে এতগুলো মানুষের মৃত্যু তাদের পরিবারে এক গভীর বেদনাঘন পরিবেশ সৃষ্টি করেছে। নিহত ব্যক্তিদের পরিবারের শোকাচ্ছন্ন সব সদস্যের সঙ্গে আমিও সমব্যাথী।

নিহত পরিবারের সবাই যাতে অসীম ধৈর্য্য সহকারে এই শোক কাটিয়ে উঠতে পারে সেই কামনা করেন তিনি। পাশাপাশি নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান খালেদা জিয়া।

উল্লেখ্য, প্রবল বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ তিন জেলায় পাহাড় ধসে ছয় সেনা সদস্যসহ এ পর্যন্ত ৬৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে ২৩ জন, রাঙ্গামাটিতে ছয় সেনা সদস্যসহ ৩৭ জন এবং বান্দরবানের সদরে ৬ জন নিহত হয়েছেন।