নিউজ ডেস্ক:
রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানায় ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট যাচ্ছে। আত্মসমর্পণকারীরা পুলিশকে জানিয়েছে, মন্ডুমালার পাঁচন্দর ইউনিয়নের ডাঙ্গাপাড়ার ওই বাড়িটি বিস্ফোরক দ্রব্য আছে।
বর্তমানে ওই বাড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে জনসাধারণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
দুপুরের মধ্যে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছালে সেগুলো উদ্ধার ও নিস্ক্রিয় করার পর অভিযান সম্পন্ন হবে।
বাড়িটি থেকে তিনজনকে আটকের পর নারী ও শিশুসহ আরও নয়জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে সকালে পুলিশ দ্বিতীয় দফায় ওই বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। তবে ওই বাড়িতে আর কাউকে পাওয়া যায়নি। এ নিয়ে ওই বাড়ি থেকে মোট ১২জনকে পুলিশি হেফাজতে নেওয়া হলো।
এর আগে আটক তিনজন হলেন রমজান আলীর ছেলে ইব্রাহিম হোসেন (৩৫) ও ইসরাফিল আলম (২৬) ও জামাতা রবিউল ইসলাম (২৫)। তারা নব্য জেএমপির সদস্য। তানোর থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।