নিউজ ডেস্ক:
রাজশাহীর তানোর উপজেলার পাছন্দ ইউনিয়নের একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের অভিযান চলছে। বগুড়া ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ উদ্যোগে গতকাল রবিবার গভীর রাতে এ অভিযান শুরু হয়।
সেখান থেকে তিনজনকে আটক এবং অস্ত্র, গুলিসহ দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আটক ব্যক্তিরা হলেন ইব্রাহীম, ইস্রাফিল ও রবিউল।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুমিত চৌধুরী জানান, ওই বাড়িটি থেকে এখন পর্যন্ত আত্মঘাতী বোমা (সুইসাইডাল ভেস্ট), অস্ত্র ও গোলাবারুদসহ তিন জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে।