বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- উন্নয়নের রুপকে আরও গতিশীল করতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানায় হুইপ ইকবালুর রহিম এমপি।
জাতীয় সংসদের হুইপ দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম এমপি নির্বাচনী প্রতিশ্রুতী অনুয়ায়ী আগামী ডিসেম্বরের মাসের মধ্যেই দিনাজপুর সদর উপজেলার প্রত্যেকটি গ্রামে শতভাগ বিদ্যুৎ বাস্তবায়ন হবে উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনে আমি নির্বাচিত হলে প্রত্যেকটি গ্রামকে উন্নয়নের মডেল হিসেবে রুপান্তরিত করবো। গ্রামাঞ্চলের মানুষের শিক্ষা, যাতায়াত, উৎপাদনসহ কৃষিখাতে আমুল পরিবর্তন করা হবে। বিরোধী দলের বাঁধাকে অতিক্রম করে শেখ হাসিনা সরকার দেশের যে উন্নয়ন ত্বরান্বিত করেছেন তা আর স্বপ্ন নয় বাস্তবে রুপ নিয়েছেন।
৯ জুন শুক্রবার চকদেওতৈড় দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের শতভাগ বাড়ীতে ৯৫ লাখ টাকা ব্যায়ে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
৪নং শেখপুরা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বাবুল আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ৯নং আস্করপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, ৪নং শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনির উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় কাউন্সিলর ডা. কল্লোল চন্দ্র রায় প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular