কামারখন্দে ৭৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ২০টি গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন কাজ এগিয়ে চলছে

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:৩৫:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
  • ৭৫৮ বার পড়া হয়েছে

রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:   সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চারটি ইউনিয়নে চলতি অর্থ বছরে ৭৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ২০টি উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
প্রকল্প গুলোর মধ্যে রয়েছে ১৯টি গ্রামীণ কাঁচা রাস্তা নির্মাণ, ১টি বসত ভিটা উচুঁকরণ প্রকল্প। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) এর আওতায় ২য় পর্যায়ের এ কাজে ৯শ ৬০ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন।
হতদরিদ্ররা জানান, এ কাজ পেয়ে তারা সংসারের অভাব মচনে এখন সহায়ক ভুমিকা রাখছেন। ফলে তাদের সংসারের অভাব দূর হয়েছে। তাই এ কাজ পেয়ে অত্যন্ত খুশি বলে জানিয়েছেন তারা। গত ২৮ এপ্রিল থেকে ৪০ দিনের জন্য শুরু হওয়া এ কাজ শেষ হলে কামারখন্দ উপজেলার ৪টি ইউনিয়নের মোট ২০টি গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হবে বলে স্থানীয় প্রশাসন দাবী করেছেন।
৪টি ইউনিয়নের একজন করে ট্যাগ অফিসার, চেয়ারম্যান ও মেম্বারসহ প্রতিটি ইউনিয়নে প্রতিদিন এ কাজের অগ্রগতি তদারকি করছেন কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মাদ ফয়সাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসাইন ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান।
এ তিন কর্মকর্তা জানান, এবার কঠোর ভাবে তদারকি করার ফলে শতভাগ কাজ সুষ্ঠ ভাবে সম্পন্ন হচ্ছে। এ বছর এ কাজে কোন অনিয়ম দুর্নীতি হচ্ছে না। কোথাও কাজের মান নি¤œমানের হলে তা পুনরায় সে কাজ আদায় করে নেয়া হচ্ছে। এর পরেও কোথাও কোন অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তারা জানান।#

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নবীনবরণ সম্পন্ন

কামারখন্দে ৭৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ২০টি গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন কাজ এগিয়ে চলছে

আপডেট সময় : ০৫:৩৫:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ জুন ২০১৭

রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:   সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চারটি ইউনিয়নে চলতি অর্থ বছরে ৭৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ২০টি উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
প্রকল্প গুলোর মধ্যে রয়েছে ১৯টি গ্রামীণ কাঁচা রাস্তা নির্মাণ, ১টি বসত ভিটা উচুঁকরণ প্রকল্প। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) এর আওতায় ২য় পর্যায়ের এ কাজে ৯শ ৬০ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন।
হতদরিদ্ররা জানান, এ কাজ পেয়ে তারা সংসারের অভাব মচনে এখন সহায়ক ভুমিকা রাখছেন। ফলে তাদের সংসারের অভাব দূর হয়েছে। তাই এ কাজ পেয়ে অত্যন্ত খুশি বলে জানিয়েছেন তারা। গত ২৮ এপ্রিল থেকে ৪০ দিনের জন্য শুরু হওয়া এ কাজ শেষ হলে কামারখন্দ উপজেলার ৪টি ইউনিয়নের মোট ২০টি গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হবে বলে স্থানীয় প্রশাসন দাবী করেছেন।
৪টি ইউনিয়নের একজন করে ট্যাগ অফিসার, চেয়ারম্যান ও মেম্বারসহ প্রতিটি ইউনিয়নে প্রতিদিন এ কাজের অগ্রগতি তদারকি করছেন কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মাদ ফয়সাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসাইন ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান।
এ তিন কর্মকর্তা জানান, এবার কঠোর ভাবে তদারকি করার ফলে শতভাগ কাজ সুষ্ঠ ভাবে সম্পন্ন হচ্ছে। এ বছর এ কাজে কোন অনিয়ম দুর্নীতি হচ্ছে না। কোথাও কাজের মান নি¤œমানের হলে তা পুনরায় সে কাজ আদায় করে নেয়া হচ্ছে। এর পরেও কোথাও কোন অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তারা জানান।#