শিরোনাম :
Logo ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo হাবিপ্রবিতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আইইইই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম ২০২৫ Logo সাজিদের মৃত্যু ‘অস্বাভাবিক’ দাবি করে ইবি শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স Logo শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন Logo জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত Logo খাগড়াছড়ির ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন Logo সাজিদের জানাজা সম্পন্ন, মৃত্যুরহস্য উদঘাটনে তদন্তের ঘোষণা Logo ঊচত এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আভিজাত্য প্রকাশে ফ্যাশনেবল হিজাব !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৩:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শাড়ি, সালোয়ার বা শর্ট ড্রেস নয়, নয় অচেনা পোশাকও। বাজারে নতুন ফ্যাশন বস্ত্র হিসেবে উঠে আসছে মুসলিম মহিলাদের পোশাক হিজাব। যা ইতোমধ্যেই ফ্যাশনে তরুণীদের মনে বেশ খানিকটা জায়গা দখল করে নিয়েছে।

বর্তমানে মুসলমানদের মধ্যে বিয়ের কনের সাজেও স্বগর্বে স্থান করে নিয়েছে এই হিজাব। জমকালো সাজকে সবার কাছে আরো বেশি গ্রহণযোগ্য করতে হিজাবকে অনেকেই বেছে নিচ্ছেন স্টাইল হিসেবে।

হিজাব নারীকে আরো সুন্দর করে তোলে। বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে হিজাব নিয়ে অনেক বিতর্ক ও সমালোচনা হলেও বর্তমানে মুসলিম নারীদের কাছে জনপ্রিয় এই পোশাকটি পশ্চিমা বিশ্বেও গ্রহণযোগ্যতা পেতে শুরু করেছে। এমনকি তাদের ডিজাইনাররাও এখন হিজাব স্টাইল নিয়ে কাজ করছেন।

হিজাবের মধ্যে আধুনিক পোশাকের একটা মিশেল থাকায় মুসলিম রাষ্ট্রগুলোতে নারীরা সাধারণত স্কার্ফ বা হিজাব পড়েন। ঢিলেঢালা এই পোশাকে আপনি কতটা আভিজাত্য ফুটিয়ে তুলতে পারেন, এর মাধ্যমে সেটিও প্রকাশ পাচ্ছে। আর তার সঙ্গে নারীদের কাছে এটি বেশ আরামদায়ক পোশাক হিসেবেও বিবেচিত৷

একসময় যে হিজাব শুধু পর্দা করার কাজে আটকে ছিল, এখন সেটিই হয়ে উঠেছে ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ। তাই ব্যবসায়ীরাও ক্রেতার চাহিদার ভিত্তিতে বাজারে নিয়ে আসছে নানা ধরনের ফ্যাশনেবল হিজাব। হিজাবে এসেছে ফ্লোরাল মোটিফ। ব্যবহার করা হয়েছে স্টোন, পুঁতি, কাপড়ের ঝালর, লেস এবং সুতা। রয়েছে সাদা, অফ হোয়াইট, গ্রে ও মেরুন রঙের হিজাবও।

প্রাপ্তবয়স্ক এবং কিশোরীদের পাশাপশি এখন অনেকে ছোট্ট শিশুটিকেও হিজাব পরাচ্ছেন। হিজাব পরিধানে একদিকে যেমন বাইরের ধুলাবালি থেকে ত্বক ও চুলের সুরক্ষা হচ্ছে, অন্যদিকে ফ্যাশনে আসছে নতুনত্ব। আর মুসলিম প্রধান দেশ হিসেবে ধর্মীয় বিষয়টিতো রয়েছেই।

হিজার পরার ক্ষেত্রে পোশাক বাছাইয়ের বিষয়টিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। হিজাব পরতে পারেন শাড়ি, কামিজ, কুর্তা বা অন্য যে কোনো পোশাকের সঙ্গে। তবে হিজাব পরার আগে অবশ্যই লম্বা হাতা বা থ্রি কোয়ার্টার হাতার পোশাক বেছে নিতে হবে। হিজাবের সঙ্গে ছোট হাতার পোশাক একদমই বেমানান। স্কুল-কলেজ, নানা ধরনের সামাজিক অনুষ্ঠানসহ কর্মস্থলেও মেয়েরা অনায়াসে ব্যবহার করতে পারেন হিজাব।

সালোয়ার কামিজের সঙ্গে অতিরিক্ত কিছু পোশাক পরে চলাফেরা কষ্টকর হয়ে পড়ে। এ জন্য অনেক মেয়ে সালোয়ার কামিজের সঙ্গে ওড়নাকে হিজাব হিসেবে ব্যবহার করেন। শুধু একটি ওড়না ব্যবহার করা হয় বলে এটি কম সময় সাপেক্ষ ও সহজও বটে। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে হিজাব পরলে সুন্দর দেখায়। পরনের পোশাকটি বেশি নকশা করা বা প্রিন্টের হলে একরঙা হিজাবও পরতে পারেন।

ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউ মার্কেট, পিঙ্ক সিটি, এমনকি আপনার হাতের কাছে যেকোনো বিপণি বিতানেই পেয়ে যাবেন আপনার পছন্দের হিজাবটি। বাজারে কটন, লেস, জর্জেট ও সাটিনসহ নানা ধরনের কাপড়ের হিজাব পাওয়া যায়। কাপড়ের মান ও নকশার ওপর ভিত্তি করে হিজাবগুলো কিনতে পারবেন ১০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন

আভিজাত্য প্রকাশে ফ্যাশনেবল হিজাব !

আপডেট সময় : ০১:০৩:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

শাড়ি, সালোয়ার বা শর্ট ড্রেস নয়, নয় অচেনা পোশাকও। বাজারে নতুন ফ্যাশন বস্ত্র হিসেবে উঠে আসছে মুসলিম মহিলাদের পোশাক হিজাব। যা ইতোমধ্যেই ফ্যাশনে তরুণীদের মনে বেশ খানিকটা জায়গা দখল করে নিয়েছে।

বর্তমানে মুসলমানদের মধ্যে বিয়ের কনের সাজেও স্বগর্বে স্থান করে নিয়েছে এই হিজাব। জমকালো সাজকে সবার কাছে আরো বেশি গ্রহণযোগ্য করতে হিজাবকে অনেকেই বেছে নিচ্ছেন স্টাইল হিসেবে।

হিজাব নারীকে আরো সুন্দর করে তোলে। বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে হিজাব নিয়ে অনেক বিতর্ক ও সমালোচনা হলেও বর্তমানে মুসলিম নারীদের কাছে জনপ্রিয় এই পোশাকটি পশ্চিমা বিশ্বেও গ্রহণযোগ্যতা পেতে শুরু করেছে। এমনকি তাদের ডিজাইনাররাও এখন হিজাব স্টাইল নিয়ে কাজ করছেন।

হিজাবের মধ্যে আধুনিক পোশাকের একটা মিশেল থাকায় মুসলিম রাষ্ট্রগুলোতে নারীরা সাধারণত স্কার্ফ বা হিজাব পড়েন। ঢিলেঢালা এই পোশাকে আপনি কতটা আভিজাত্য ফুটিয়ে তুলতে পারেন, এর মাধ্যমে সেটিও প্রকাশ পাচ্ছে। আর তার সঙ্গে নারীদের কাছে এটি বেশ আরামদায়ক পোশাক হিসেবেও বিবেচিত৷

একসময় যে হিজাব শুধু পর্দা করার কাজে আটকে ছিল, এখন সেটিই হয়ে উঠেছে ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ। তাই ব্যবসায়ীরাও ক্রেতার চাহিদার ভিত্তিতে বাজারে নিয়ে আসছে নানা ধরনের ফ্যাশনেবল হিজাব। হিজাবে এসেছে ফ্লোরাল মোটিফ। ব্যবহার করা হয়েছে স্টোন, পুঁতি, কাপড়ের ঝালর, লেস এবং সুতা। রয়েছে সাদা, অফ হোয়াইট, গ্রে ও মেরুন রঙের হিজাবও।

প্রাপ্তবয়স্ক এবং কিশোরীদের পাশাপশি এখন অনেকে ছোট্ট শিশুটিকেও হিজাব পরাচ্ছেন। হিজাব পরিধানে একদিকে যেমন বাইরের ধুলাবালি থেকে ত্বক ও চুলের সুরক্ষা হচ্ছে, অন্যদিকে ফ্যাশনে আসছে নতুনত্ব। আর মুসলিম প্রধান দেশ হিসেবে ধর্মীয় বিষয়টিতো রয়েছেই।

হিজার পরার ক্ষেত্রে পোশাক বাছাইয়ের বিষয়টিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। হিজাব পরতে পারেন শাড়ি, কামিজ, কুর্তা বা অন্য যে কোনো পোশাকের সঙ্গে। তবে হিজাব পরার আগে অবশ্যই লম্বা হাতা বা থ্রি কোয়ার্টার হাতার পোশাক বেছে নিতে হবে। হিজাবের সঙ্গে ছোট হাতার পোশাক একদমই বেমানান। স্কুল-কলেজ, নানা ধরনের সামাজিক অনুষ্ঠানসহ কর্মস্থলেও মেয়েরা অনায়াসে ব্যবহার করতে পারেন হিজাব।

সালোয়ার কামিজের সঙ্গে অতিরিক্ত কিছু পোশাক পরে চলাফেরা কষ্টকর হয়ে পড়ে। এ জন্য অনেক মেয়ে সালোয়ার কামিজের সঙ্গে ওড়নাকে হিজাব হিসেবে ব্যবহার করেন। শুধু একটি ওড়না ব্যবহার করা হয় বলে এটি কম সময় সাপেক্ষ ও সহজও বটে। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে হিজাব পরলে সুন্দর দেখায়। পরনের পোশাকটি বেশি নকশা করা বা প্রিন্টের হলে একরঙা হিজাবও পরতে পারেন।

ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউ মার্কেট, পিঙ্ক সিটি, এমনকি আপনার হাতের কাছে যেকোনো বিপণি বিতানেই পেয়ে যাবেন আপনার পছন্দের হিজাবটি। বাজারে কটন, লেস, জর্জেট ও সাটিনসহ নানা ধরনের কাপড়ের হিজাব পাওয়া যায়। কাপড়ের মান ও নকশার ওপর ভিত্তি করে হিজাবগুলো কিনতে পারবেন ১০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে।