নিউজ ডেস্ক:
দীর্ঘ সময় পর নতুন আঙ্গিকে ফের বাজারে আসছে নকিয়া ৩৩১০ মডেলের হ্যান্ডসেটটি। ২০০০ সালে প্রথম বাজারে মোবাইলটি ১২.৬ কোটি ইউনিট বিক্রি হয়। ২০০৫ সালে এর উৎপাদন বন্ধ করা হয়। চলতি বছরের ২৪ মে থেকে প্রাথমিকভাবে যুক্তরাজ্যের বাজারে ফের পাওয়া যাবে সেটটি। পর্যায়ক্রমে অন্য দেশগুলোতেও পাওয়া যাবে।
পুরোনো সব ফিচারের পাশাপাশি নতুন সংস্করণে ক্যামেরা যুক্ত করা হয়েছে। এটি তুলমামূলক স্লিম এবং ইউএসবি পোর্ট চার্জিং সুবিধাযুক্ত। একবারের চার্জে এক মাস ব্যবহার করা যাবে। স্ট্যান্ডবাই ৩১ দিনের ব্যাটারি ব্যাক-আপ রয়েছে। কথা বলা যাবে টানা ২২ ঘণ্টা ।
নতুন সংস্করণে সেটটি হলুদ ও লাল রঙ, হালকা ধূসর, গাঢ় নীল রঙে পাওয়া যাবে। ইন্টারনেট সার্ভিসের জন্য রয়েছে অপেরা মিনি। ২ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ এই ফোনে মেমোরি কার্ড স্লট, এফএম রেডিও ও বিখ্যাত স্নেক গেম রয়েছে। এতে সীমিত আকারে ২.৫জি ইন্টারনেট ব্যবহার করা যাবে। ফোনটি বাজারে পাওয়া যাবে চার হাজার ১২৫ টাকায়।