ধান ঝাড়া মেশিনে ছাত্তার আলীর ডান হাত কেটে পড়ে গেল ।

  • আপডেট সময় : ১১:৫৩:৪৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ মে ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুর সদর উপজেলার গভীপুর গ্রামে ধান ঝাড়া মেশিনে
ছাত্তার আলীর ডান হাত কেটে পড়ে গেছে । গতকাল সোমবার বিকেলে গভীপুর মাঠে এ ঘটনাটি ঘটে । ঐ গ্রামের  আপছার আলীর ছেলে তিনি ।
স্থানীয়রা জানান, ঝড়-মেঘলার দিনে তাড়াতাড়ি মাঠের ধান কেটে বাড়িতে আনার জন্য   ছাত্তার আলী ধান মাড়াই করতে যান। ধান মাড়াই করার সময় তার ডান হাত মেশিনের মাধ্যে চলে যায়। এসময় সে হাত আর টেনে বের করতে পারিনি । পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন ।

 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধান ঝাড়া মেশিনে ছাত্তার আলীর ডান হাত কেটে পড়ে গেল ।

আপডেট সময় : ১১:৫৩:৪৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ মে ২০১৭

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুর সদর উপজেলার গভীপুর গ্রামে ধান ঝাড়া মেশিনে
ছাত্তার আলীর ডান হাত কেটে পড়ে গেছে । গতকাল সোমবার বিকেলে গভীপুর মাঠে এ ঘটনাটি ঘটে । ঐ গ্রামের  আপছার আলীর ছেলে তিনি ।
স্থানীয়রা জানান, ঝড়-মেঘলার দিনে তাড়াতাড়ি মাঠের ধান কেটে বাড়িতে আনার জন্য   ছাত্তার আলী ধান মাড়াই করতে যান। ধান মাড়াই করার সময় তার ডান হাত মেশিনের মাধ্যে চলে যায়। এসময় সে হাত আর টেনে বের করতে পারিনি । পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন ।