নিউজ ডেস্ক:
ইতালি আওয়ামী লীগ ভারেজ শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন সিরাজুল ইসলাম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মনোনীত হন যথাক্রমে আব্দুল মোত্তাকিন ও জাকির হোসাইন।
রবিবার গালারাত শহরের একটি হলরুমে সম্মেলনে আলোচনা সভায় নুরুল লতিব রানার সভাপতিত্বে এবং হাজী শাহ্ আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, ইতালি আ.লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, প্রধান বক্তা ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, বিশেষ অতিথি ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, আবু তাহের, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, মিলান লোম্বারদিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আকরাম হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ মালেক, লা-স্পেসিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সেলিম প্রমুখ।
সন্মেলনে প্রধান অতিথি হাসান ইকবাল ইতালির বিভিন্ন শহরে আওয়ামী লীগের শক্তিশালী কমিটি উপহার দেয়ার অঙ্গীকার করেন, যাতে করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন ২০২১ ও ২০৪১ সফল হয়। তিনি প্রবাসে সকল মুজিব সৈনিককে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার আহ্বান জানান। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার ঘোষণা দেন।