নিউজ ডেস্ক:
কাতারে বাংলাদেশি মালিকানাধীন চার বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠান ‘জেন্টস ব্লাক স্টোন পার্লার’ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার(২৪ এপ্রিল) বিকেলে রাজধানী দোহার জাদিদ ঢাকা রেস্টুরেন্টের পাশে এই পার্লার উদ্বোধন করেন কাতারি স্পন্সর আলী সাঈদ আহমেদ আল কাওয়ারি।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চার স্বত্বাধিকারী, সফিকুল ইসলাম তালুকদার বাবু, মাহফুজ আহমেদ, আবুল কাসেম ও আব্দুর রাজ্জাক
সফিকুল ইসলাম তালুকদার বাবু বলেন, কাতারে অনেক বাংলাদেশি এই ব্যবসা প্রতিষ্ঠানকে ছোট করে দেখেন। আসলে কোনো ব্যবসাকে ছোট করে দেখলে এগিয়ে যাওয়া যাবে না।
পার্লারটি চালু করতে বাংলাদেশি প্রায় ৬০ লাখ টাকা লেগেছে জানিয়ে তিনি বলেন, কাতারে বাংলাদেশি উদ্যোক্তরা এগিয়ে আসলে অনেক নতুন বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হবে।