লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গন্ধব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রিয়াদ ও মিন্টু মেম্বার সমর্থকদের মতবিরোধ চলে আসছে। উক্ত কমিটিকে কেন্দ্র করে স্থানীয় গুডুলির হাট নামক স্থানে সংঘর্ষ ও ৪ লাখ ছিনতায়ের ঘটনা ঘটে। জানা যায়, গত ২২ এপ্রিল মান্দারী ইউনিয়নের ৭,৮ও৯নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন গন্ধব্যপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। যুবলীগের সম্মেলন অনুষ্ঠান থেকে আসার পথে ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিয়াদ হোসেন খোকনকে ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মিন্টু মেম্বার ও বাহীনির সদস্য নাঈম, রাজু, নিজাম ও মাইন উদ্দিন সহ ১৫/২০ জনের সন্ত্রাসী লোকজন আটক করে পরিকল্পিতভাবে হামলা চালায়। এদিকে রিয়াদের উপর হামলার খবর পেয়ে রিয়াদের বড় জাকির হোসেন ঘটনাস্থলে গেলে মিন্টু মেম্বার ও তার লোকজন জাকিরের উপর ঝাপিয়ে পড়ে। এসময় তারা জাকিরকে মারধর করে তার সাথে থাকা নগদ ৪ লাখ টাকা, স্বর্নের চেইন ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। পরে রিয়াদ ও জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভোক্তভুগিরা।
মঙ্গলবার
১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ