মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে মানবাধিকার ধারণা ও প্রায়োগিক দিক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এত প্রধান অতিথি ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ নজরুল ইসলাম।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিক্তির জেলা প্রশাসক সার্বিক মুঃ মুর্শিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদ নির্বাহী মোঃ শহীদুল ইসলাম।
কর্মশালায় শিশু অধিকার, প্রতিবন্ধী অধিকার, অভিবাসী কর্মীদের অধিকারসহ বিভিন্ন দিক নিয়ে উপস্থাপন করেন অতিথিবৃন্দ।