সাতক্ষীরা-৩(আশাশুনি–
কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
বিএনপি নেতা ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে টানা একাদশ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান।
বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দিলে তা দলীয় ক্ষতির কারণ হবে।
তাদের দাবি— দলের দুঃসময়ে মাঠে থাকা জনপ্রিয় নেতা ডা. শহিদুল আলমকেই প্রার্থী ঘোষণা করতে হবে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,
আশাশুনি উপজেলা বিএনপি নেতা আফসার উদ্দিন,
যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল,
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম,
ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন ফরহাদ,
মহিলা দলের সভানেত্রী মিস ডলি ইসলাম,
এবং সাধারণ সম্পাদক শামীমা নাসরিন রত্নাসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, তৃণমূলের মতামত অগ্রাহ্য করলে তা মেনে নেওয়া হবে না।
তারা ডাক্তার শহিদুল আলমের মনোনয়নের দাবিতে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন।




















































