কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব। এতে আহ্বায়ক হিসেবে
ফোকলোর বিভাগের এস এম সুইট এবং সদস্য সচিব হিসেবে ইয়াশিরুল কবির সৌরভ মনোনীত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন করেন।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন পংকজ রায়। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সজীব ইসলাম, জাফর ইকবাল, আদিল মাহমুদ, আসিফ মিশন, আল আসনাউন, মো. তারেক জাহান জয়, আবু সাঈদ, শিহাব উদ্দীন ও মো. মিনহাজুর রহমান মাহিম।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মুবাশ্বির আমিন। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাধন বিশ্বাস, স্পর্শ মোস্তাকিম সোহান, মো. আব্দুল্লাহ রাজু, মোস্তাকিম, আবু সাঈদ ও শিহাব উদ্দীন।
মুখ্য সংগঠক হিসেবে নিয়োগ পেয়েছেন গোলাম রব্বানী। সংগঠক হিসেবে যুক্ত হয়েছেন ইমরান হোসেন, মোহন রায়, আশিদুল ইসলাম, দিনবন্ধু রায় দেবা, শাকিল শেখ, আশিকুর রহমান, ফয়সাল মিয়া, শুভ আহমেদ রাজিব সোহান ও পার্থ প্রতিম চক্রবর্তী।
সংগঠনের মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন সাদিয়া মাহমুদ মিম। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন ফাইয়াজ লুবাত, ফাইন কাজী, মুতাসিম বিল্লাহ রায়হান, সৈয়দ রশীদ-নূর প্রদীপ, নিরব আলী, রিফাত হোসেন, রুহুল আমিন, আরমান হক, মো. রিপন ইসলাম রতন, জোবায়ের বিন লতিফ, মো. ইমরান শেখ, স্বাধীন, কে এম রিফাত তানজিম প্রিতম, চয়ন কুন্ডু, মো. হিমেল মোল্লা, মো. মেহেদী হাসান ও প্রণব শর্মা।
আহ্বায়ক এস এম সুইট বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই দায়িত্বে আমাকে উপযুক্ত মনে করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা নতুনভাবে কাজ করার সুযোগ পেয়েছি। কমিটিতে যারা আছেন কিংবা যারা নেই—সবাইকে সঙ্গে নিয়েই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। এ পথে সবার সহযোগিতা কামনা করছি।”
সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই আন্দোলনের সকল শহিদকে যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেকটা শুধু দায়িত্ব নয় সেটা একটা আমানত। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, দেশের খেটে খাওয়া মানুষদের পক্ষে কথা বলা এবং একাত্তর ও জুলাই চেতনার সমন্বয়ে দেশ গঠনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। এক্ষেত্রে সকল শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর সহোযোগিতা কামনা করছি।”
























































