বুধবার | ২৪ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ Logo দেবহাটায় সাসের সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা অনুষ্ঠিত Logo নানা আয়োজনে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র তুললেন কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেন Logo দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করা বসতবাড়ি ভোগদখল জমিজমা নিমিষেই বেদখল Logo আন্তর্জাতিক ওয়াইফাই নেটওয়ার্ক ‘এডুরম’ উদ্বোধন খুলনা বিশ্ববিদ্যালয়ে Logo পলাশবাড়ীতে বিএনপির আনন্দ মিছিল Logo মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে” — অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন Logo খুলনায় এনসিপি নেতাকে গুলি: সাতক্ষীরা সীমান্ত সিল, বিজিবির ৫৭ চেকপোস্ট ও ৮৭টি অতিরিক্ত টহল Logo কুয়াশার চাদরে মোড়া ডিসেম্বরের ক্যাম্পাস

সিরাজগঞ্জে ভোটার আইডিতে পিতার নাম পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকশা গ্রামে মৃত খাদেম আলী মন্ডলের জমি প্রতারণামূলকভাবে আত্মসাতের চেষ্টার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮নভেম্বর) সকাল ১০টায় খামার পাইকশা স্কুল মাঠ প্রাঙ্গণে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃত খাদেম আলী মন্ডল ছিলেন খামার পাইকশা গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর আইন অনুযায়ী একমাত্র জীবিত ভাই মৃত আবেদ আলী মন্ডল উক্ত সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী হন। পরবর্তীতে আবেদ আলী মন্ডলের পুত্র মোঃ আব্দুল হালিম ও কন্যা মোছাঃ আমিনা বেগম বৈধভাবে উক্ত সম্পত্তি ভোগদখল করে আসছেন।
তবে অভিযোগ করা হয়, রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের ঝাপরি গ্রামের মৃত রইচ উদ্দিন ও মৃত সাবেদন দম্পতির পুত্র মোঃ রহমত আলী মন্ডল প্রতারণার আশ্রয় নিয়ে তাঁর জাতীয় পরিচয়পত্রে পিতার নাম পরিবর্তন করে মৃত খাদেম আলী মন্ডল উল্লেখ করেছেন। তাঁর জন্ম তারিখ ১৭ আগস্ট ১৯৩৮ এবং ভোটার আইডি নম্বর ১৯২০০৩৪৬২৪। যদিও তিনি ভোটার আইডিতে জন্মস্থান হিসেবে খামার পাইকশা, ডাকঘর পাইকশা-৬৭০০, সিরাজগঞ্জ সদর উল্লেখ করেছেন, প্রকৃতপক্ষে তাঁর ঠিকানা রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের ঝাপরি গ্রাম।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রায় এক যুগ আগে খাদেম আলী মন্ডলের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে রহমত আলী এই নাম-পরিবর্তনের কাজটি গোপনে সম্পন্ন করেন। চলতি বছরের ১১ সেপ্টেম্বর তিনি মৃত খাদেম আলী মন্ডলের পুত্র দাবী করে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ থেকে মিথ্যা তথ্যের ভিত্তিতে একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করেন। পরে সেই সনদের মাধ্যমে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের লাহেড়ী বাড়ী মৌজাসহ বিভিন্ন জায়গায় মৃত খাদেম আলী মন্ডলের নামে থাকা সম্পত্তিতে নিজের নাম ওয়ারিশসূত্রে নামজারি করে বিক্রির চেষ্টা চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, রহমত আলীর পুত্র মোঃ জহুরুল ইসলামও এ ঘটনায় সক্রিয়ভাবে সহযোগিতা করছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রশাসনের নিকট দাবি জানানো হয়, এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে রহমত আলী মন্ডল ও তাঁর পুত্র জহুরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত ওয়ারিশ সনদ ও নামজারি বাতিল এবং মৃত খাদেম আলী মন্ডলের বৈধ উত্তরাধিকারীদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হোক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জে ভোটার আইডিতে পিতার নাম পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:১৫:২৭ অপরাহ্ণ, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকশা গ্রামে মৃত খাদেম আলী মন্ডলের জমি প্রতারণামূলকভাবে আত্মসাতের চেষ্টার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮নভেম্বর) সকাল ১০টায় খামার পাইকশা স্কুল মাঠ প্রাঙ্গণে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃত খাদেম আলী মন্ডল ছিলেন খামার পাইকশা গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর আইন অনুযায়ী একমাত্র জীবিত ভাই মৃত আবেদ আলী মন্ডল উক্ত সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী হন। পরবর্তীতে আবেদ আলী মন্ডলের পুত্র মোঃ আব্দুল হালিম ও কন্যা মোছাঃ আমিনা বেগম বৈধভাবে উক্ত সম্পত্তি ভোগদখল করে আসছেন।
তবে অভিযোগ করা হয়, রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের ঝাপরি গ্রামের মৃত রইচ উদ্দিন ও মৃত সাবেদন দম্পতির পুত্র মোঃ রহমত আলী মন্ডল প্রতারণার আশ্রয় নিয়ে তাঁর জাতীয় পরিচয়পত্রে পিতার নাম পরিবর্তন করে মৃত খাদেম আলী মন্ডল উল্লেখ করেছেন। তাঁর জন্ম তারিখ ১৭ আগস্ট ১৯৩৮ এবং ভোটার আইডি নম্বর ১৯২০০৩৪৬২৪। যদিও তিনি ভোটার আইডিতে জন্মস্থান হিসেবে খামার পাইকশা, ডাকঘর পাইকশা-৬৭০০, সিরাজগঞ্জ সদর উল্লেখ করেছেন, প্রকৃতপক্ষে তাঁর ঠিকানা রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের ঝাপরি গ্রাম।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রায় এক যুগ আগে খাদেম আলী মন্ডলের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে রহমত আলী এই নাম-পরিবর্তনের কাজটি গোপনে সম্পন্ন করেন। চলতি বছরের ১১ সেপ্টেম্বর তিনি মৃত খাদেম আলী মন্ডলের পুত্র দাবী করে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ থেকে মিথ্যা তথ্যের ভিত্তিতে একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করেন। পরে সেই সনদের মাধ্যমে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের লাহেড়ী বাড়ী মৌজাসহ বিভিন্ন জায়গায় মৃত খাদেম আলী মন্ডলের নামে থাকা সম্পত্তিতে নিজের নাম ওয়ারিশসূত্রে নামজারি করে বিক্রির চেষ্টা চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, রহমত আলীর পুত্র মোঃ জহুরুল ইসলামও এ ঘটনায় সক্রিয়ভাবে সহযোগিতা করছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রশাসনের নিকট দাবি জানানো হয়, এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে রহমত আলী মন্ডল ও তাঁর পুত্র জহুরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত ওয়ারিশ সনদ ও নামজারি বাতিল এবং মৃত খাদেম আলী মন্ডলের বৈধ উত্তরাধিকারীদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হোক।