সিরাজগঞ্জ প্রতিনিধি:
জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় সিরাজগঞ্জ বাজার স্টেশনের মুক্তির সোপান চত্বরে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে এমপি পদপ্রার্থী মাওলানা শাহিনুর আলম।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর) আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দীন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর ও সিরাজগঞ্জ-৫ (শাহজাদপুর) আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী মুর্তজা, সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল আজিজ ও শহর ছাত্রশিবির সভাপতি শামীম রেজা প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান সমাবেশ শেষে মুক্তির সোপান চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
পরে জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই ঘোষণা বাস্তবায়ন করতে হবে। সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না।
জনগণের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং আওয়ামী লীগসহ ফ্যাসিস্ট ১৪ দলকে নির্বাচনের আগে নিষিদ্ধ করতে হবে।
এ বিক্ষোভে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজার হাজার জামায়াত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।