জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন কেন্দ্র করে আগামি ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা বাংলাদেশে ৪৫৮৬ টি ইউনিয়নে সেন্টার কমিটি গঠন উপলক্ষে ইউনিয়ন কাউন্সিল করার ঘোষণা করেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এ উপলক্ষে
চাঁদপুর ৫ আসন শাহরাস্তি উপজেলা আয়নাতলী বাজারে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে ইউনিয়ন কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলার সভাপতি মুকবুল আহমেদ মাষ্টার।
প্রধান অতিথি বলেন, নীতি, নৈতিকতা, স্বচ্ছতা, পবিত্রতা ও নাগরিক অধিকারের অদ্বিতীয় অঙ্গীকারে জাকের পার্টি। জাকের পার্টি দেশ ও জাতীর কল্যানে নিয়োজিত। তাই জাকের পার্টিই হতে পারে জনগণের প্রত্যাশিত চূড়ান্ত আশ্রয় ও কাঙ্ক্ষিত ঠিকানা।
অনুষ্ঠানে বক্তব্যে রাখেন চাঁদপুর সাংগঠনিক (দঃ) জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন।
বক্তব্যে মারুফ হোসেন বলেন, দেশের জনগণ এখন সত্য, সুন্দর, সুশৃঙ্খল ও সঠিক শান্তিপ্রিয় রাজনৈতিক আশ্রয়ের অন্বেষণে আছে। সেই দলটি হচ্ছে জাকের পার্টি। সবাইকে জাকের পার্টির সুধাময় দর্শন ও মহৎ আদর্শ অনুধাবন করার কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক হাজীগঞ্জ (উঃ) উপজেলার সভাপতি মোহাম্মদ হাসান মাহমুদ তুহিন, চাঁদপুর সাংগঠনিক (দঃ) জেলা শিল্প বিষয়াক সম্পাদক মোঃ জহিরুল হক আরিফ, শাহরাস্তি উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
























































