চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসফেরত ইসমাইল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর প্রকাশিত হলে তার পাশে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কচুয়া উপজেলার প্রধান সমন্বয়ক ও জেলা যুগ্ম সমন্বয়ক ডা. আরিফুল ইসলাম।
বৃহস্পতিবার বিকালে তিনি স্থানীয় এনসিপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নোয়াদ্দা গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে যান। সেখানে তার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ সময় অন্যান্য নেতাকর্মীরাও তার সঙ্গে ছিলেন।
ডা. আরিফুল ইসলাম বলেন, “জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। সবাইকে সামর্থ্য অনুযায়ী ইসমাইলের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানাই।”
জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার নোয়াদ্দা গ্রামের দরিদ্র পরিবারে জন্ম ইসমাইল হোসেনের। ভাগ্য পরিবর্তনের আশায় দুই বছর আগে জীবিকার তাগিদে ওমান যান তিনি। কিন্তু কাজ করার সময় দুর্ঘটনায় গাছ থেকে পড়ে তার বাম পা গুরুতরভাবে ভেঙে যায়। পরে দেশে ফিরে সীমিত চিকিৎসা নিলেও অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারেননি তিনি। বর্তমানে চিকিৎসার অভাবে চরম দুর্দশায় দিন কাটছে তার। এমন সংবাদ পেয়ে এনসিপি নেতা ডাঃ আরিফুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে ছুটে যান তার বাড়িতে।

























































