খুলনার কয়রা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে” ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০ঃ৩০ মিনিটে কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গনে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহিল বাকি। মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল করিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,জামায়াত নেতা কয়রা-পাইকগাছার এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ,উপজেলা জানায়াতের আমীর মাএলানা মিজানুর রহমান, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওলিউল্লাহসহ স্থানীয় অন্যান্ন সুধীজন।
মেডিকেল ক্যাম্প উদ্বোধনে প্রধান অতিথি আব্দুল্লাহিল বাকি বলেন-কয়রা উপজেলা খুলনা জেলা শহর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ও এই উপজেলা দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা এবং এখানকার মানুষ অধিকাংশই অবহেলিত। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রায় সবদিক দিয়ে এই এলাকার জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত থাকে।আমরা সেই অবস্থা বিবেচনা করে অল্প করে হলেও সাধারণ মানুষের চিকিৎসা সহায়তা দেয়ার চেষ্টা করছি যাতে মানুষ উপকৃত হয় এবং জনদূর্ভোগ কমে।
মেডিকেল সহায়তা প্রাপ্ত কয়রা ব্লাড ব্যাংকের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন- দীর্ঘদিন যাবৎ এক্সীডেন্ট জনিত কারণে হাটুর সমস্যায় ভুগতেছি সেজন্য আজকে মেডিকেল সহায়তা নিলাম এবং পাশাপাশি ফ্রি মেডিসিনও নিয়েছি। তিনি আরো বলেন-উপজেলা প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এই সেবা যেন অব্যাহত থাকে সেই কামনা করি।