মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট শুক্রবার বিকেলে উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা হয়।
প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন্নবী সুমন। তিনি বলেন,বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্রের আপোষহীন সৈনিক। দেশ ও জনগণের স্বার্থে তিনি সবসময় নীতির প্রশ্নে অটল থেকেছেন। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে তিনি জীবন ও রাজনৈতিক ক্যারিয়ারের বহু ঝুঁকি নিয়েছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে বহু গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে।
বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও সাহস আজও আমাদের অনুপ্রেরণার উৎস। আমরা বিশ্বাস করি, তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে আবারো জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে আমাদের সঙ্গে নেতৃত্ব দেবেন।”
সভা পরিচালনা করেন বিতারা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হিমু ঢালী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সরকার ও সজল রানা, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সজীব মিয়াজী ও সাধারণ সম্পাদক আহমেদ শরীফ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৯ ও ১০নং ওয়ার্ড কেন্দ্র বিএনপি সভাপতি কামরুল প্রধান, বিতারা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুপম হাজী, সহ-সভাপতি সুজন চৌধুরী, তিতুমীর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শারফিন পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আল আমিন মুন্সী, আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, মাঝিগাছা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক হাবীব ঢালী, ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফায়েত দেওয়ান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আক্কাস, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জুনায়েদ ও সাংগঠনিক সম্পাদক নাসিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।