বেরোবি প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী ও শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল।
শুক্রবার (১৫ আগষ্ট) আছরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বেরোবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রাশেদ মন্ডল বলেন, গৃহকোণ থেকে রাজপথে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরমতসহিষ্ণু আচরণ বাংলাদেশের গণতান্ত্রিক চিন্তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। সকলের কাছে চাওয়া আমরা যেন মুক্ত উদার গনতান্ত্রিক পথে আগামী দিনে চলতে পারি। ভালো কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাই। ভুল কাজ হইলে সমালোচকদের সমালোচনার পথ উন্মুক্ত রাখি। যা আমাদের পরবর্তী বাংলাদেশ গড়তে সাহায্য করবে।
বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আমিন আল আমিন বলেন, বেগম খালেদা ছিলেন আপোষহীন নেত্রী। আমরা তার জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেন। জনগণের কল্যাণে কাজ করতে পারেন। তার হাতে দেশ ও জাতি নিরাপদ, তার নেতৃত্বে দেশ ও জাতি সমৃদ্ধ হয়েছে। আমরা চাই তিনি আমাদের মাঝে বেঁচে থাকুক বহুদিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাশেদ মন্ডল , ইয়ামিন , জহির রায়হান, মাইদুল বাপ্পি, রিফাত রাফি, তুহিন রানা, সজিব গাজী, মাহিন সহ আরও অনেকে।