ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য তাদের তিনশ’ আসনের প্রার্থী বাছাইয়ের তৃতীয় ও শেষ ধাপের সাক্ষাৎকার সম্পন্ন করেছে।
ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা ও সিলেটসহ বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে একান্ত সাক্ষাতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রার্থীদের আসনের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও স্থানীয় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রতিটি আসনের জন্য একজন করে প্রার্থী চূড়ান্ত করা হয়।
ইতোমধ্যে দুই ধাপের সাক্ষাৎকার শেষ হওয়ায় সব মিলিয়ে তিনশ’ আসনের প্রার্থী তালিকা দ্রুতই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।
তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কার আমাদের অগ্রাধিকার। আমরা পিআর পদ্ধতিতে উভয়কক্ষে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছি এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট থাকব।’
দেশের নির্বাচনকে সহিংসতামুক্ত ও সুষ্ঠু করার জন্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি নির্বাচন কমিশন ও সরকারকে এই বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।